
চলতি আইপিএলে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়টি এসেছিল চেন্নাইয়ের বিপক্ষে তাদের ঘরের মাঠে। এরপর সবশেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি, যার মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সবমিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে আজিঙ্কা রাহানের দল। এই জয়ে কিছুটা হলেও স্বস্তিতে ফিরবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আইপিএলে নিজেদের দশম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে এটি কেকেআরের চতুর্থ জয়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে সক্ষম হয় স্বাগতিক দিল্লি।
আরও পড়ুন:
» ডিপিএলের টুর্নামেন্টসেরা হয়ে কত টাকা পেলেন মোসাদ্দেক
» বৈভবের বিস্ময়কর ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন কোচ
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি। ফাফ ডু প্লেসি একপাশ আগলে খেলে গেলেও আসা যাওয়ার মধ্যে থাকেন অন্যান্য ব্যাটাররা। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। এই জুটিতে ৭৬ রান যোগ করেন তারা। তবে ১৩৬ রানের মাথায় অক্ষর (২৩) ফিরে গেলে বড় ধাক্কা খায় দিল্লি।
এরপর একে একে ডু প্লেসি (৬২), ট্রিস্টান স্টাবস (১), আশুতোশ শর্মারা (৭) নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে যান। শেষদিকে ভিপরাজ নিগামের ১৯ বলে ৩৮ রানের ইনিংসে কিছুটা ব্যবধান কমাতে সক্ষম হয় স্বাগতিকরা। কলকাতার হয়ে ৩টি উইকেট শিকার করেন সুনিল নারিন। এছাড়া বরুণ চক্রবর্তী ২টি এবং অনুকুল রয়, বৈভব আরোরা ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে বড় পুঁজি পেলেও ফিফটির দেখা পাননি কলকাতার কোনো ব্যাটার। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন আঙ্গকৃষ রঘুবানসি। আর রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া সুনিল নারিন ২৭, রহমানউল্লাহ গুরবাজ ২৬, রাহানে ২৬ এবং আন্দ্রে রাসেলের ব্যাট থেকে আসে ১৭ রান।
দিল্লির হয়ে ৩টি উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। এছাড়া ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও ভিপরাজ নিগাম।
সংক্ষিপ্ত স্কোর :
কলকাতা নাইট রাইডার্স: ২০৪/৯ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস: ১৯০/৯ (২০ ওভার)
ফলাফল: কলকাতা ১৪ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/বিটি
