গতকাল পর্দা উঠেছে বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের। যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে নিজের অভিষেক ম্যাচেই দারুন বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন চলতি আইপিএলে টাইগারদের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ।
গতকাল শুক্রবার আইপিএলের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সেই ঝড় বাড়তে দেননি মুস্তাফিজ। নিজের পরপর দুই ওভারে তুলে নিয়েছেন ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনের উইকেট। ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
ম্যাচ সেরা হয়ে নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্টে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মুস্তাফিজ। যেখানে তিনি বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দলের জয়ে অবদান রাখাটা সবসময়ই বিশেষ মনে হয়। নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনের জন্য আমি সর্বদা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ!’
মুস্তাফিজের বোলিং আক্রমণের পর অবশ্য আনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৩ রানের লড়াই করার পুঁজি পায় বেঙ্গালুরু। তবে ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। এতে করে আইপিএলের উদ্বোধনী ম্যাচেই জয় তুলে নিয়েছে মুস্তাফিজুর রহমানের দল।
আরও পড়ুন: মেসিকে ছাড়াই সহজ জয় তুলে নিল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এফএএস