অর্থের ঝনঝনানিতে সয়লাব বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। এবার পুরনো স্পন্সর প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তিতে মৌসুম প্রতি বিসিসিআইয়ের আয় বাড়ছে প্রায় ১৩১ কোটি রুপি। নতুন চুক্তিতে আগামী পাঁচ বছরের জন্য ‘টাটা’ গ্রুপ বিসিসিআইকে প্রতি মৌসুমে দেবে ৫০০ কোটি রুপি।
এর আগে ২০২২ সালে টাটা গ্রুপের সাথে চুক্তি হয় বিসিসিআইয়ের। যেখানে প্রতিবছর ৩৬১ কোটি রুপি প্রদানের কথা ছিল প্রতিষ্ঠানটির। দুই বছর যেতে না যেতেই ভবিষ্যৎ বাস্তবতা মাথায় রেখে চুক্তি নবায়ন করেছে টাটা। এতে করে ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড পাবে সর্বমোট আড়াই হাজার কোটি রুপি।
জানা যায় আদিত্য বিড়লা গ্রুপও বিসিসিআইকে সমান পরিমাণ অর্থ প্রদানের প্রস্তাব দিয়েছিল। তবে পুরনো স্পন্সর প্রতিষ্ঠান টাটা নিজেই সেই অর্থ প্রদানে সম্মত হওয়ায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পরিবর্তন করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার নতুন চুক্তিতে পাঁচ বছরের জন্য আইপিএলের সাথে সম্পৃক্ত থাকার ব্যবস্থা করে নিয়েছে টাটা।
এর আগে ২০২১ সালে চাইনিজ মোবাইল মেনুফ্যাকচারিং প্রতিষ্ঠান ভিভোর সঙ্গে মৌসুম প্রতি প্রায় ৪৪০ কোটি রুপির চুক্তি করেছিল বিসিসিআই। তবে তারপর ভারত-চীন সীমান্ত দ্বন্দ্বের জেরে সেই চুক্তি দীর্ঘস্থায়ী হয়নি। এরপর ২০২২ আইপিএল থেকে বিপিএলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে নাম লেখায় টাটা।
টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান থেকে বড় অংকের আয়ের পাশাপাশি আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করেও ভালো অর্থ আয় করবে বিসিসিআই। জানা যায় ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের সম্প্রচার স্বত্ত্ব থেকে বিসিসিআই পাবে প্রায় ৪৮ হাজার কোটি রুপি। যা বিশ্বের অন্য যেকোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে ঢের বেশি।
আরও পড়ুন: সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন জীবন শুরু করলেন শোয়েব
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৪/এফএএস