
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ হতেই মাঠে গড়াবে বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। এর আগে জানা গিয়েছিল ২১ মার্চ পর্দা উঠতে যাচ্ছে এবারের এই টুর্নামেন্টের। তবে হুট করে শোনা যাচ্ছে পরিবর্তন আসতে চলেছে আইপিএল শুরুর দিনক্ষণে।
গত মাসে বিসিসিআইয়ের পক্ষ থেকে রাজীব শুক্লা
আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে। তবে সেই সূচিতে পরিবর্তন এনে একই ভেন্যুতে ২২ মার্চ থেকে অনুষ্ঠিত হবে আসন্ন আইপিএল। আনুষ্ঠানিকভাবে বিষয়টি না জানানো হলেও বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
আরও পড়ুন:
» ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে জিতল না কেউ, বাড়ল অপেক্ষা
» ভক্তদের যে নামে ডাকতে বারণ করলেন বাবর আজম
আইপিএল শুরুর দিনক্ষণে পরিবর্তন এলেও ফাইনাল ম্যাচের সূচি থাকছে অপরিবর্তিত। আগের সময় অনুযায়ী ২৫ মেতেই হবে ফাইনাল। বিসিসিআইয়ের সূত্রের বরাতে জানানো হয়েছে, শুরুর দিন পিছিয়ে গেলেও ফাইনাল হবে পূর্ব নির্ধারিত সময়েই। এছাড়া মজার বিষয় গেল বছরের ২২ মার্চেই শুরু হয়েছিল বিগত আইপিএল।
গেল মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাই এবার টুর্নামেন্টের শুরু হবে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেনে ম্যাচ দিয়েই। গেল বছরের শেষ দিকে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের মেগা নিলাম হয়। যেখানে ১৮২ জন ক্রিকেটার লেনদেন হলেও টুর্নামেন্টে দল পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার।
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/এফএএস
