চলতি আইপিএলে দুই ম্যাচ খেলে ইতোমধ্যে ১৫ টি ছক্কা হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিখ ক্লাসেন। সেটাও আবার মাত্র ৬৩ বল মোকাবিলা করে। প্রথমে কলকাতার বিপক্ষে ২৯ বলে ৬৩ রানের ইনিংসে ৮ ছক্কা, পরে মুম্বাইয়ের বিপক্ষে ৩৪ বলে ৮০ রানের ইনিংসে হাঁকান ৭ টি ছয়। ফলে আইপিএলের অনেক সমর্থকই ক্লাসেনের নাম দিয়েছে ‘ছক্কা-মেশিন’।
শুধু আইপিএলই না বর্তমানে বিশ্ব টি-টোয়েন্টিতে যত জন হার্ড হিটার রয়েছেন তাদের মধ্যে ৩২ বছর বয়সী এই প্রোটিয়া তারকা অন্যতম। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে এতটা বিধ্বংসী ছিলেন না তিনি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে দেখিয়েছে, আক্রমণাত্মক ব্যাটিং ও ছক্কা হাঁকানোর সক্ষমতাই ক্লাসেনকে গত এক বছরে বিশ্বের অন্যতম ভয়ংকর টি-টোয়েন্টি ব্যাটারে পরিণত করেছে।
এমনকি কিছু দিন আগেই টি-টোয়েন্টি ও আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের ইনিংসের রেকর্ড গড়েছে হেনরিখ ক্লাসেনের দল সানরাইজার্স হায়দরাবাদ। সে ম্যাচেও ৩৪ বলে ৮০ রান করেন এই প্রোটিয়া। এছাড়া আইপিএলের দু’ম্যাচেই তার স্ট্রাইক রেট দুইশো’র উপরে ছিল।
তবে ক্লাসেনের টি-টোয়েন্টিতে এমন উত্থানের সূত্রপাতটা হয়েছে মূলত দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এস২০ লিগের মধ্য দিয়ে। এই লিগটি শুরু হয় ২০২৩ সালে। তারপর থেকে এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হেনরিখ ক্লাসেন (৮১০), সর্বোচ্চ সংখ্যক ছয়ও (৫৪) তার ব্যাট থেকেই এসেছে। এছাড়া ২০২৪ সালের সংস্করণেও তিনিই সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছেন।
এসএ২০ লিগের প্রথম আসরে ২২১ বলে মোট ১৭ টি ছয় মারেন ক্লাসেন। সে আসরে ছক্কা প্রতি ১৩ টি বল খেলেছিলেন। এ আসরে যা ৫.৮ বলে নেমে এসেছে। আর গত বছরের আইপিএলে ছক্কা প্রতি বল খেলেছিলেন ১০ টি। গত বছর ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ দ্য হান্ড্রেড এ ছক্কা প্রতি বল খেলেছিলেন ৬.২ টি।
আইপিএলে গত আসরে যেখানে মোট ছক্কা মেরেছিলেন ২৫ টি, সেখানে এবারের আসরে প্রথম দুই ম্যাচেই ইতোমধ্যে ১৫ টি ছক্কা হাঁকানো শেষ! ২০২৩ সালের এপ্রিল মাসের পর থেকে এখন পর্যন্ত ৩৬ ইনিংসে ইনিংস প্রতি ২.৬৭ গড়ে মোট ৯৬ টি ছক্কা সীমানা ছাড়া করেছেন এই ডান হাতি প্রোটিয়া ব্যাটার।
এমনকি এই সময়কালে একমাত্র ক্লাসেনই এক ইনিংসে ছয় বা তার অধিক সংখ্যক ছক্কা মোট ৮ বার মেরেছেন। তার চেয়ে কম বলে এ সময়ে মোট ৮৮ টি ছয় মারার রেকর্ড শুধু আন্দ্রে রাসেলেরই আছে। সুতরাং বোঝাই যাচ্ছে, বিশ্ব ক্রিকেট ইতোমধ্যে নতুন আরেকজন টি-টোয়েন্টির ফেরিওয়ালাকে পেয়ে গেছে।
আরও পড়ুন: রেকর্ডময় আরেকটি ম্যাচ দেখল আইপিএল
ক্রিফোস্পোর্টস/৩০মার্চ২৪/এমএস/এমটি