বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। চলতি মাসের শেষের দিকে পর্দা উঠবে এই সিরিজটি।
সাদা বলের দুই সংস্করণের এ সিরিজটি খেলতে বাংলাদেশ সফর করবেন আয়ারল্যান্ডের মেয়েরা। আগামী ২৭ নভেম্বর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ একই ভেন্যুতে যথাক্রমে আগামী ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর শুরু হবে। এই ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
এরপর টি-টুয়ান্টি সিরিজ খেলার জন্য সিলেটে যাবেন এই দুই দল। সংক্ষিপ্ত সংস্করণের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। বাকি ২ টি ম্যাচ শুরু হবে যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর। সিরিজ শেষে ১০ ডিসেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ ত্যাগ করবেন।
এক নজরে বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ঘোষিত স্কোয়াড
আয়ারল্যান্ড নারী স্কোয়াড: গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, লরা ডিলানি, সারাহ ফোরবেস, অ্যামি হান্টার, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, ফ্রেয়া সারগেন্ট এবং অ্যালিস টেক্টর।
আরও পড়ুন: ম্যাচ হারের দায় নিজের কাধে নিলেন অধিনায়ক শান্ত
ক্রিফোস্পোর্টস/৭ নভেম্বর ২৪/এইচআই