আগামী মার্চ ও এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এর মধ্যে তিনটি ওয়ানডে, ৩টি টি-টুয়েন্টি ও এক ম্যাচের টেস্ট সিরিজ। এ জন্য বাংলাদেশের বিপক্ষে তিনি ফরম্যাটের জনই দল ঘোষণা করেছে আইরিশরা।
এদিকে আইপিএলের কারণে বাংলাদেশ সিরিজে আইরিশ পেসার জসুয়া লিটল খেলবেন না বলা হলেও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে তাকে।
অপরদিকে বাংলাদেশ সিরিজ নিয়ে আইরিশ কোচ হেনরিক মালান বলেন, বাংলাদেশ সফর নিয়ে তার দল উচ্ছ্বসিত। বাংলাদেশে তারা নিজেদের সেরা ক্রিকেটই খেলবেন।
ওয়ানডে দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, জস লিটল, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
টি-২০ দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, রস এডায়ার, কার্টুস কাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউমি, ম্যাথু হাম্পিরেস, কনর অলফার্ট, বেরি ম্যাককার্টি, পল র্স্টালিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।
টেস্ট দল: আন্দ্রে বালবির্নি, মার্ক এডায়ার, কার্টুস কাম্পার, মুরি কামিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্পিরেস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, জেমস ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আরও পড়ুন: বাংলাদেশ-নেপাল মধ্যকার ফাইনাল ম্যাচ দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৩/এসএ