সাদা বলের সিরিজ খেলতে চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগামী ২৭ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বোর্ড থেকে এই সিরিজের এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হয়নি।
প্রথমে ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৭ নভেম্বর সিরিজের প্রথম, ৩০ নভেম্বর দ্বিতীয় এবং ২ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
» শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
» ব্যাট হাতে মিরপুরে তামিম, তবে কী শীঘ্রই ২২ গজে ফিরছেন?
ওয়ানডে সিরিজে শেষে সিলেটে পাড়ি জমাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। আগামী ৫ ডিসেম্বর মাঠে গড়াতে পারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৭ ও ৯ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ানোর কথা রয়েছে।
সর্বশেষ ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সে বছর আয়ারল্যান্ড সফরে ৩ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগ্রেসরা।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৪/বিটি