Connect with us
ক্রিকেট

বাংলাদেশ সিরিজের প্রস্তুতির জন্য বিপিএলে আইরিশ ক্রিকেটার

Curtis Campher with Mickey Aurther
রংপুরের কোচ মিকি আর্থারের সঙ্গে অনুশীলনে কার্টিস ক্যামফার। ছবি- সংগৃহীত

একজন ক্রিকেটার হিসেবে উন্নতি করতে এবং পরিণত হতে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে থাকেন ক্রিকেটাররা। এক্ষেত্রে জাতীয় দলের বাইরে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো ক্রিকেটারদের এই প্রস্তুতিতে বড় অবদান রাখে। আর বর্তমানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট অনেক বেশি। বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি টুর্নামেন্ট চলতে থাকে। তাই ক্রিকেটাররা নিজের পছন্দের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলো বেছে নেয়।

কদিন আগেই ইংলিশ তারকা ডেভিড মালান জানিয়েছিলেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে কীভাবে একজন ক্রিকেটার উন্নতি করতে পারেন। তিনি নিজেও বিপিএল, ডিপিএল খেলে অনেক উন্নতি করেছেন। এবার এমনই এক লক্ষ্য নিয়ে বাংলাদেশে বিপিএল খেলতে এসেছেন আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যামফার।

মূলত আন্তর্জাতিক অঙ্গণে ভালো করার প্রস্তুতি নিতেই বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট পাড়ি জমিয়েছেন ক্যামফার। একইসঙ্গে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিতে এই টুর্নামেন্ট অনেক কাজে দিবে বলে মনে করেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন:

» মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, রাতে নামছে বার্সেলোনা ও লিভারপুল

» জার্সিতে পাকিস্তানের নাম রাখা নিয়ে নতুন বিতর্ক, কী বলছে আইসিসি

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন ক্যামফার। তবে তারকাবহুল রংপুরের হয়ে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে সুযোগ নিয়ে না ভেবে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের সঙ্গে ডাগআউট শেয়ার করতে পেরেও সন্তুষ্ট ক্যামফার। তবে সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে খেলতে চান এই আইরিশ ক্রিকেটার।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের মুখোমুখি হয়ে ক্যামফার বলেন, ‘একটি ভালো দলে সুযোগ পেলে এমনটা হতে পারে। যখন দলের সকল খেলোয়াড়রা ভালো পারফর্ম করবে এবং দলের ভারসাম্য ঠিক থাকবে, তখন সুযোগ পাওয়া কঠিন। তবে আশা করি, আমি ম্যাচ খেলার সুযোগ পাবো। এখানে খেলার ভালো অভিজ্ঞতা আছে আমার। ’

ক্যামফার আরও বলেন, ‘এখানকার পরিবেশ অনেক ভালো। আমি খুব উপভোগ করছি। এখানে কঠোর পরিশ্রম করে নিজের খেলার প্রস্তুতি নিচ্ছি, যাতে আমি গ্রীষ্মে আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। সামনে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে আমাদের টেস্ট ম্যাচ আছে। আমার মনে হয় এটি আমাকে ভালোভাবে প্রস্তুত হবে সাহায্য করবে।’

আগামী ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। আসন্ন এই সিরিজে দু’টি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ থাকছে।

ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট