Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে কি তাহলে খেলছেন ম্যাক্সওয়েল?

Maxwell
গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত

আগামী ১১ নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে এদিন জিততেই হবে সাকিব বিহীন বাংলাদেশ দলকে। না জিততে পারলেও অনেক কম ব্যবধানে হারতে হবে, সাথে অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগার শিবিরকে। 

তবে এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছে গ্লেন ম্যাক্সওয়েল। যিনি অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ ম্যাচেই ১২৮ বলে ২০১ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। তবে এই তাণ্ডবলীলা চালানোর সময়ই ক্র্যাম্পের কারণে যন্ত্রণাদয়ক ব্যথায় ভুগতে দেখা যায় তাকে। ব্যাটিংয়ের সময় ব্যথায় কয়েকবার মাটিতে লুটিয়েও পড়েন তিনি।

তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাক্সওয়েলকে পাওয়া যাবে বলে আশাবাদী অজি পেসার জশ হ্যাজেলউড। ম্যাক্সওয়েল এর ব্যাপারে হ্যাজেলউড বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় সামনের ম্যাচে ম্যাক্সওয়েল খেলবে। এটি হাইড্রেশন পাওয়ার বিষয় এবং আপনার ওজনকেও আগের জায়গায় ফিরিয়ে আনবে। আমি মনে করি না তার খুব একটা সমস্যা হবে। কয়েকদিনের মধ্যেই সে ফিরে আসবে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাক্সওয়েল খেলতে পারলে সেটা বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তারই বিষয় হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন: অবসরে গেলেন অস্ট্রেলিয়ার হয়ে ৭ বিশ্বকাপ জয়ী মেগ ল্যানিং

ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৩/এমএস/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট