চলমান কোপা আমেরিকার পর জাতীয় দলের হয়ে বুটজোড়া তুলে রাখার ঘোষণা আনহেল ডি মারিয়া দিয়ে রেখেছিলেন আগেই। ইতোমধ্যে তার বিদায়ের মঞ্চও প্রস্তুত। সব কিছু ঠিকঠাক থাকলে ১৫ তারিখ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি ডি মারিয়ার আকাশী-নীল জার্সিতে শেষ ম্যাচ হতে যাচ্ছে।
লিও মেসি নিশ্চয়ই চাইবেন, দীর্ঘদিনের বন্ধুর বিদায়টা যেন শিরোপা উল্লাসের মাধ্যমেই উদযাপিত হয়। এমন আশা অবশ্য দলের খেলোয়াড়, কোচ থেকে শুরু করে সকল ভক্ত-সমর্থকদেরই।
তবে ডি মারিয়ার বিদায়ের মধ্যেই নতুন গুঞ্জন, মেসিও নাকি এই ম্যাচ খেলেই জাতীয় দল থেকে অবসরে যাচ্ছেন। মেসির অবসর প্রসঙ্গে এমনটাই দাবি করেছেন, দেশটির প্রভাবশালী সাংবাদিক হোসে আরমান্দো।
আরো পড়ুন : সাকিব-ক্যালিসদের বিশেষ রেকর্ডে ভাগ বসালেন স্টোকস
এই সাংবাদিক তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, কোপা আমেরিকার ফাইনালই লিও মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু বিষয়টি তিনি এখনও প্রকাশ করেননি। কারণ তিনি চান বন্ধু ডি মারিয়ার বিদায়টা যেন ভালোভাবে উদযাপিত হয় ও সুন্দরভাবে বিদায় নিতে পারেন।
এদিকে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নাকি ডি মারিয়াকে অনুরোধ করেছেন তিনি যেন অবসরের বিষয়টি নতুন করে ভেবে দেখেন। ডি মারিয়াও সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, এখনই অবসরের জন্য তিনি নিজেও প্রস্তুত নন। তবে এটাকেই বিদায় জানানোর উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি।
তবে কেউই এখনও মেসির অবসরের বিষয়ে মুখ খোলেননি। যদিও হোসে আরমান্দোর করা দাবিকেও একদম উড়িয়ে দেয়া যাচ্ছে না। কেননা মেসি সম্প্রতি তার দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর নিয়ে এমন কিছুরই আভাস দিয়েছিলেন। এই প্রশ্নের উত্তর মেলাতে তাই ফাইনালের (১৫ তারিখ) দিন পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৪/এমএস