বীরেন্দের শেবাগ—আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বেশ পরিচিত। ভারতীয় ব্যাটিং লাইন আপারের এক সময়ের অন্যতম শক্তি নিজের দাম্পত্য জীবনে যেন খেই হারিয়ে ফেলেছেন। বীরেন্দের শেবাগ-আরতি আহলাওয়াত তাদের ২০ বছরের সম্পর্কে ইতি টানছেন, ইতোমধ্যে এমন গুঞ্জন চাউর হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পথে শেবাগ-আরতি।
২০০৪ সালে তাদের চার হাত এক হয়েছিল। তাদের ঘর আলো করে ২০০৭ সালে প্রথম সন্তান আর্য বীরের জন্ম হয়। সে এখন ক্রিকেটার। বয়সভিত্তিক ঘরোয়া ক্রিকেটে নজর কাড়তে শুরু করেছে আর্যবীরে। ২০১০ সালে দ্বিতীয় সন্তান বেদান্তের জন্ম হয়। কিন্তু গত কয়েকমাস ধরে তারা আলাদা থাকছেন। এমনকি কিছু দিনের মধ্যে বিবাহবিচ্ছেদও হতে পারে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
আরও পড়ুন :
» বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায়?
» সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলে বড় উন্নতি খুলনার
সম্প্রতি দীপাবলির সময় সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন ভারতের সাবেক এই ক্রিকেটার। সেসময় স্ত্রীর কোনও ছবি দেননি তিনি। সন্তান ও মায়ের ছবি দিয়েছিলেন, এতেই জল্পনার শুরু। যদিও শেবাগ-আরতি এখনও এ বিষয়ে কিছুই বলেননি।
আরতি লেডি ইরউইন সেকেন্ডারি স্কুল ও ভারতীয় বিদ্যা ভবনে পড়াশোনা করেন। পরে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের মৈত্রী কলেজে। ২০০০ সালে শেবাগের সঙ্গে সম্পর্ক হয় আরতির। ২০০৪ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুজন।
অপরদিকে ২০১৫ সালে ক্রিকেট থেকে অবসর নেন শেবাগ। এর পর থেকে কখনও ক্রিকেট কোচিং, কখনও ধারাভাষ্য দিয়েছেন। তবে নিজের ব্যক্তিগত জীবন কখনোই প্রকাশ্যে আনেননি তিনি।
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২০২৫/এসএ