ভারতে চলছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে যাওয়ার আগে এবং বিশ্বকাপের মাঝেই অনেকে ঘোষণা দিয়েছেন অবসর নেওয়ার। বাংলাদেশের কাপ্তান সাকিব আল হাসান বিশ্বকাপে যাওয়ার আগেই ঘোষণা করেছিলেন এটাই হচ্ছে তার শেষ ওয়ানডে বিশ্বকাপ।
বাংলাদেশের পঞ্চপান্ডবের মধ্যে অনেক আগে থেকেই জাতীয় দলে অনিয়মিত মাশরাফি বিন মুর্তজা। আর নানান জল্পনা-কল্পনা করে শেষ পর্যন্ত চলমান বিশ্বকাপের দলে ডাক পাননি আরেক পান্ডব তামিম ইকবাল। পাঁচ পাণ্ডবের মধ্যে তিন জন জায়গা করে নিয়েছেন চলমান বিশ্বকাপে।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই সাকিব ঘোষণা দিয়েছিলেন এটাই হতে যাচ্ছে তার শেষ ওয়ানডে বিশ্বকাপ। আর বিশ্বকাপ চলাকালে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকার মাহমুদুল্লাহও বলেছিলেন এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তবে মুশফিকুর রহিম অবসরের বিষয় কোন ঘোষণা না দিলেও তার বয়স বলছে ভিন্ন কথা।
গত মে মাসেই ৩৬ এ পা রেখেছেন মুশফিকুর রহিম। আর পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। তখন তার বয়স হবে ৪০ এর ওপরে। ফলে স্বাভাবিকভাবেই পরবর্তী বিশ্বকাপে খেলার কথা নয় মুশফিকের। তবে এ বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি মুশফিকুর রহিম।
বাংলাদেশের এই তিন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কি ভাবেন হাথুরুসিংহে, এই ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যেকোনো ক্রিকেটারের জন্য চার বিশ্বকাপ খেলা দারুন ব্যাপার। ওরা তা করতে পেরেছে যা খুবই গর্বের বিষয়। আর সাকিব-মুশফিকের এ নিয়ে পঞ্চম বিশ্বকাপ।
তবে মাহমুদুল্লাহ-মুশফিকের এটাই শেষ বিশ্বকাপে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। সত্যি বলতে, তারা এখনো অনেক ফিট। তবে যদি তারা এই ধরনের কোন সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তা শুধু ব্যাটন পরিবর্তন করার মতোই হবে।’
আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। হয়তো এটাই হতে যাচ্ছে মুশফিক-মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ ম্যাচ।
আরও পড়ুন: মেসি-জিদান দু’জনেরই একই আফসোস!
ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৩/এমটি