ম্যাচের ৪৬তম ওভারের খেলা চলছিল তখন। বোলিং প্রান্তে থাকা হাসান মাহমুদের ওভারের চতুর্থ বল মোকাবিলার জন্য ব্যাটিং প্রান্তে ছিলেন নিউজিল্যান্ডের দল নেতা লকি ফার্গুসন। অপরদিকে নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন কিউই স্পিনার ইশ শোধি। টাইগার পেসার হাসান মাহমুদ বল ছাড়ার আগেই নন-স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে যান শোধি। তখন শোধিকে ‘মানকাড’ আউট করেন হাসান মাহমুদ। ক্রিকেটের ভাষায় এটি আউট। ‘মানকাড’ আউটকে যুদ্ধ ক্ষেত্রে পেছন থেকে আক্রমণের দৃষ্টিতে দেখে ক্রিকেট পাড়া। ভারতসহ অনেক দেশের ক্রিকেটাররা হরহামেশা ‘মানকাড’ আউট করলেও বাংলাদেশের ক্রিকেটাররা তা কখনো করেননি।
এবারও করলেন না—কিউই ক্রিকেটার ইশ শোধি যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন তখন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস মাঠে থাকা আম্পায়ারের সঙ্গে কথা বলে ফিরিয়ে আনেন শোধিকে। বাংলাদেশের উদারতায় আবারো ব্যাট করার সুযোগ পান সোধি। তখন মাঠেই আপ্লুত শোধি হাসি মুখে তরুণ হাসান মাহমুদের সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন।
ম্যাচ শেষেও বিষয়টি ভুলে যাননি এই কিউই ক্রিকেটার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুগ্ধ শোধি বলেন, ‘মাঠে আপনি দেশকে জেতানোর জন্য লড়ছেন, সেখানে উত্তেজনা থাকতে পারে। আমি সামান্য বাইরে ছিলাম। ক্রিকেটের নিয়মে এটা আউট। আমি সৌভাগ্যবান তারা আমাকে ফিরিয়ে এনেছে। এখানে বাংলাদেশ দারুণ ভদ্রতা দেখিয়েছে।’
বাংলাদেশের প্রশংসা করে শোধি বলেন, ‘ক্রিকেটে এমন ঘটনা ঘটছে। এটা কিছুটা বিতর্কিত ইস্যু। তবে নিয়ম অনুযায়ী তারা আমাকে সাজঘরেই পাঠাতে পারতো। তারা অনেক বড় স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। আমি বোলারকে জড়িয়ে ধরেছি, লিটনের সঙ্গে হাত মিলিয়েছি। আমরা সবাই ক্রিকেটকে সম্মান করি। সবাই চেষ্টা করছি স্পিরিটটা অক্ষুণ্ন রাখতে।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ২৫৪ রানে থামে নিউজিল্যান্ডের রানের চাকা। জবাবে ব্যাট করতে নেমে ৪১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৮৬ রানের বড় জয়ে মাঠ ছাড়ে কিউইরা। এর আগে ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৬ সেপ্টেম্বর।
আরও পড়ুন: বিপিএল ‘সিজন টেন’: ড্রাফটে দেশি ২০৩ জন, বিদেশি ক্রিকেটার ৪৪৮
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৩/এসএ/এজে