Connect with us
ক্রিকেট

আসরের শুরুতেই ঈষাণ-হেড ঝড়, হায়দরাবাদের বড় জয়

Sunrisires
মোট ৭৮ বলে ১৭৩ রান করেন ঈষাণ কিশান ও ট্রেভিড হেড।

গতবারের মতো এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে ঝড় তুলেছেন ট্রেভিস হেড। অভিষেক শর্মার পরিবর্তে আজ আসরের দ্বিতীয় ম্যাচে জ্বলে উচেছেন ঈষান কিশান। পেয়েছেন ঝড়ো শতক। এতে করে বড় জয়ে আসর শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়ে আসরের প্রথম ম্যাচেই নিজেদের শক্তি দেখিয়ে দিল।

রবিবার (২৩ মার্চ) রাজিব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৬ রান করেছেন ঈষাণ। ফিফটি পেয়েছেন হেড। জবাবে ২৪২ রান করে রাজস্থান।

এদিন ঈষাণ মাত্র ৪৭ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। হেড ৩১ বলে ৬৭, ক্লাসেন ১৪ বলে ৩৪ এবং নিতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রান তোলে হায়দরাবাদ, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


আরও পড়ুন:

» তাসকিনকে আইপিএলের আশা দেখিয়ে কাকে দলে নিল লখনৌ?

» বিশ্বকাপের কথা মাথায় রেখে পাকিস্তান সিরিজের ফরমেট পরিবর্তন!


২৮৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস শুরুতেই ধাক্কা খায়। ২৪ রানের মধ্যে দুই উইকেট হারানোর পর, ৫০ রানে পতন হয় তৃতীয় উইকেটের। তবে সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়ে রাজস্থানকে খেলায় ফেরান। কিন্তু ১৬১ রানের মাথায় দুজনেই আউট হয়ে গেলে ফের বিপদে পড়ে দলটি।

Dhurv Jurel

৩৫ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেও দল জেতাতে পারেননি ধ্রুব জুরেল

স্যামসন ৩৭ বলে ৬৬, জুরেল ৩৫ বলে ৭০ রান করেন। শেষদিকে শিমরন হেটমায়ার ২৩ বলে ৪২ রান ও শিবম দুবে ১১ বলে ৩৪ রান করেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২৪২ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস।

এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৫২৮, যা আইপিএল ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০২৪ আসরে হায়দরাবাদ ও বেঙ্গালুরুর ম্যাচে ৫৪৯ রান হয়েছিল। এই ম্যাচে সবচেয়ে খরুচে বোলিং স্পেলের রেকর্ড গড়েছেন জফরা আর্চার ৭৬/০। আরে আগের আসরে মোহিত শর্মা ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন।

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট