Connect with us
ক্রিকেট

রিজওয়ানদের স্বপ্ন ভঙ্গ করে শেষ বলে ইসলামাবাদের পিএসএল জয়

Psl champion Islamabad United
ইসলামাবাদের জয় উদযাপন। ছবি- ইসলামাবাদ ইউনাইটেড

পিএসএল ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচ শেষে জয়ের শেষ হাসি হেসেছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতান সুলতানসের ১৬০ রানের লক্ষ্য তাড়া শেষ বলে গিয়ে স্পর্শ করেছে ২ উইকেট হাতে রেখে। এতে করে তৃতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের শিরোপা ঘরে তুলল ইসলামাবাদ।

গতকাল সোমবার (১৮ মার্চ) করাচিতে পিএসএল ফাইনালের শেষ ওভার জয়ের জন্য ইসলামাবাদের প্রয়োজন ছিল ৮ রান। সেই ওভারে মুলতানের হয়ে বল করতে আসেন মোহাম্মদ আলী। প্রথম বলে দেন ১ রান। পরের বলেই নাসিম শাহ হাকিয়েছেন বাউন্ডারি।

এতে করে সহজ হয়ে পড়ে ইসলামাবাদের লক্ষ্য। শেষ ৪ বলে প্রয়োজন থাকে মাত্র ৩ রান। পরের দুই বলে দুই সিঙ্গেল। এতে ২ বল আগেই স্কোর সমতায় এসে পড়ে। তবে ম্যাচে তখনও যেন বাকি ছিল নাটকিয়তার। পঞ্চম বলে মোহাম্মদ আলীর লাফিয়ে ওঠা বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন নাসিম শাহ।

৯ বলে ১৭ রান করা এই পাক পেসারের বিদায়ের পর শঙ্কা জাগে ম্যাচ সুপার ওভারে গড়ানোর। সিঙ্গেল আটকানোর জন্যেই ফিল্ড সেটআপ করেছিল মোহাম্মদ আলী। তবে শেষ বলে সেই নাসিমেরই ছোট ভাই হুনাইন শাহ গ্যাপ খুজে নিয়ে হাকান বাউন্ডারি। আর এতেই জয়ের আনন্দে মেতে ওঠে ইসলামাবাদ সমর্থকরা।

এর আগে রান তারা করতে নেমে নিয়মিত উইকেট হারায় শাদাব খানের দল। তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে নিজের ফিফটি তুলে নেন কিউই ওপেনার মার্টিন গাপ্টিল। যদিও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ৩০ রান করেন আজম খান। শেষ পর্যন্ত ১৭ বলে ১৯ রান করে উইকেটে টিকে ছিলেন ইমাদ ওয়াসিম।

আরও পড়ুন: বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ কে এই নাহিদ রানা?

ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট