Connect with us
অ্যাথলেটিকস

ইমরানুর না থাকায় কপাল খুললো ইসমাইলের

Imranur ismail
ইমরানুর (বায়ে) না থাকায় আবারও দ্রুততম মানব হলেন ইসমাইল (ডানে)

দেশের অ্যাথলেটিকসে আবারও দ্রুততম মানবের স্বীকৃতি পেয়েছেন মোহাম্মদ ইসমাইল। চার বছর আবারও বাংলাদেশের দ্রুততম মানব হয়েছেন তিনি। তবে আগের কয়েকবারের দ্রুততম মানব ইমরানুর এবার অংশ না নেয়ায় কপাল খুলেছে ইসমাইলের।

অন্যদিকে দ্রুততম মানবী হয়েছেন যথারীতি শিরিন আক্তার। মেয়েদের ১০০ মিটারে রাজত্বের মেয়াদ বাড়িয়েই চলছেন এই তরুণী। টানা ১৬তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন তিনি।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হওয়ার পথে ১০০ মিটার স্প্রিন্টে ১০.৬১ সেকেন্ড সময় নিয়েছেন ইসমাইল। এ নিয়ে পঞ্চমবারের মতো দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্প্রিন্টার।

shirin Akter

টানা ১৬তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন শিরিন

পেছনে ফেলেছেন ১০.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া রাকিবুল হাসান। তৃতীয় হয়েছেন ১০.৮৯ সেকেন্ড সময় নেওয়া সেনাবাহিনীর জুবাইল ইসলাম।


আরও পড়ুন:

» পেনাল্টি ভাগ্যে কষ্টের জয়, রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে বার্সেলোনা

» ২০২৫ বিপিএলে টিকিট থেকে আয় কত কোটি, জানাল বিসিবি


সর্বশেষ ২০২১ সালে দ্রুততম মানব হয়েছিলেন ইসমাইল। পরের টানা চারবার দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান। ইংল্যান্ডপ্রবাসী এই স্প্রিন্টার এবার অংশ না নেওয়ায় পুরনো রাজত্ব ফিরে পেয়েছেন ইসমাইল।

এদিকে শিরীন ফিতা স্পর্শ করেছেন ১২.১ সেকেন্ড সময় নিয়ে। পেছনে ফেলেছেন দুইয়ে থাকা সুমাইয়া দেওয়ানকে। সুমাইয়া সময় নিয়েছেন ১২.১৫ সেকেন্ড। আর ১২.৫০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন আজমি খাতুন।

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অ্যাথলেটিকস