Connect with us
ক্রিকেট

প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজেদের সামর্থ্য নিয়ে ভাবছেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

আগামীকাল সকাল ১০ টায় শুরু হবে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ভারত জয়ের মিশন শুরুর পূর্বে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ম্যাচের ফলাফলের বিষয়ে ভাবার কথা বলছিলেন তৃতীয় দিনে গিয়ে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘ভারত কঠিন প্রতিপক্ষ, এটা সবাই আমরা স্বীকার করি। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবা প্রয়োজন। আমি বিশ্বাস করি, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের দলের আছে। পাঁচ দিনের ম্যাচ, লক্ষ্য রাখতে হবে কীভাবে পাঁচটা দিনই ভালো খেলা যায়। আমাদের লক্ষ্য একটাই– প্রতিটি ম্যাচই জিতব আমরা। প্রতিটি আন্তর্জাতিক দলই জেতার জন্য খেলে। জেতার জন্য খেলব আমরাও, আর এজন্য যা করা জরুরী তাই করব। পঞ্চম দিনের শেষ সেশনে গিয়ে ফলাফল নিয়ে চিন্তা, এর আগপর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী খেলার।’

আরও পড়ুন : রাতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

এছাড়াও টাইগার কাপ্তান বলেন , ‘চাপ মনে করি না, উপভোগ করি। এই চ্যালেঞ্জ উপভোগ করি আমরা সবাই। এরকম প্রতিপক্ষের সঙ্গে খেলতে অবশ্যই ভালো লাগা কাজ করে, নিজে ভালো খেললে অনেক ভালো লাগে, দল ভালো করলে দেশের জন্যও ভালো। বাড়তি চাপ মনে হয় না। প্রত্যেক খেলোয়াড় উপভোগ করে।’

টেস্টে দুই দল মুখোমুখি হয়েছে ১২ বার। ১২ ম্যাচে ১১ টিতেই হেরেছে বাংলাদেশ। সফলতা বলতে একটি ড্র। তাও আবার বৃষ্টির কল্যাণে। এই সিরিজে ভালো কিছু করলে বড়ও সুযোগ আসবে বলে বিশ্বাস করেন টাইগার দলপতি। তিনি বলেন ‘ এমন সিরিজ আমরা যদি ভালো করতে পারি প্রতিটা দল আমাদের সঙ্গে বেশি বেশি খেলতে চাইবে। অবশ্যই বড় সুযোগ এটা, কত ভালো খেলতে পারি এখানে। বাংলাদেশ যেভাবে টেস্ট খেলছে আশা করি, আমাদের সঙ্গে সব দল খেলতে আগ্রহী হবে।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ভারতের বিপক্ষও ভালো করার আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশ শিবিরে। এ বিষয়ে টাইগার কাপ্তান বলেন , ‘আমরা পাকিস্তানে ভালো খেলেছি, তবে এটা অতীত এখন। আত্মবিশ্বাস নেওয়া যেতে পারে। এই সিরিজেও ভালো করার বিশ্বাস আছে ড্রেসিংরুমে। আমরা ম্যাচ ফলাফল নিয়ে না ভেবে পদ্ধতি নিয়ে ভাবতে চাই।’

আগামীকাল সকাল ১০টায় চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে। দুটি টেস্টের পাশাপাশি ৩ টি টি-টোয়েন্টিও খেলবে দুটি দল।

ক্রিফোস্পোর্টস/১৮সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট