বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচনা করা হয় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। ফুটবল মাঠে লম্বা সময় ধরে একসঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন এই দুই ফুটবলার। এবার মাঠের বাইরে ইউটিউবে সরব হয়েছেন রোনালদো। সম্প্রতি তিনি এক অতিথিকে তার ইউটিউবের অনুষ্ঠানে নিয়ে এসে ইন্টারনেটে ঝড় তোলার কথা বলেছিলেন।
আর এরপর থেকেই শুরু হয় জল্পনা কল্পনা। কে আসবেন রোনালদোর এই অনুষ্ঠানে? কার সাক্ষাতে ঝড় উঠবে ইন্টারনেটে। এরইমাঝে গুঞ্জন উঠেছিল ফুটবল তারকা লিওনেল মেসি আসবেন রোনালদোর এই অনুষ্ঠানে। দুই তারকা ফুটবলারকে এক ফ্রেমে দেখার আকাঙ্খা সবসময়ই থাকে ভক্তদের। তবে এবার হচ্ছে না তেমন কিছু।
রোনালদো জানিয়ে দিয়েছেন আজ তার ‘ইউআর ক্রিস্টিয়ানো’ চ্যানেলে অতিথি হিসেবে আসছেন ইউটিউব জগতের সবথেকে জনপ্রিয় মুখ। আর সেই অতিথি হচ্ছেন জেমস স্টেফেন ডোনাল্ডসন। ‘মিস্টার বিস্ট’ নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ইউটিউবে তার এই নামের একটা চ্যানেল রয়েছে যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩৩১ মিলিয়নের বেশি।
যেভাবে দেখা যাবে অনুষ্ঠানটি:
ইউটিউবে যা সর্বোচ্চ সাবস্কাইবার সংখ্যা। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা জনপ্রিয় গানের চ্যানেল টি-সিরিজের সাবস্ক্রাইবার সংখ্যা মিস্টার বিস্টের থেকে প্রায় অর্ধশত মিলিয়েনের কম। নিজের চ্যানেলে রোনালদো নিজে জানিয়েছেন, ‘ইন্টারনেটে ঝড় তুলতে আমি সাক্ষাৎ করছি মিস্টারবিস্টের সঙ্গে’।
আরও পড়ুন:
» তামিমকে দলে ফেরাতে যে বিশেষ সুবিধা দিচ্ছে বিসিবি
» সাকিবের বাংলা টাইগার্সের ম্যাচসহ আজকের খেলা (২১ নভেম্বর ২৪)
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সেই অনুষ্ঠান। উল্লেখ্য, রোনালদোর ইউটিউব চ্যানেলের নাম ইউআর ক্রিশ্চিয়ানো। শুরু করার মাত্র এক সপ্তাহেই তার সাবস্ক্রাইবার সংখ্যা ৫০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছিল। ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত ছাড়াও ফুটবল নিয়ে নিজস্ব ভাবনার কথা এখানে শেয়ার করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৪/এফএএস