Connect with us
ক্রিকেট

এত কম সময়ে সবকিছু সংস্কার সম্ভব নয় : বিসিবি সভাপতি

BCB President Faruk Ahmed
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের শীর্ষস্থানীয় সকল জায়গায় বড় ধরনের রদবদল হয়েছে। বাদ যায়নি দেশের ক্রীড়াঙ্গনও। একে একে বিদায় নিয়েছেন বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের আওয়ামী সরকার আমলের বোর্ড প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন। নাজমুল হাসান পাপনের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

নাজমুল হাসান পাপনের আমলে ক্রিকেটে দীর্ঘদিন ধরে ছিল না কোনো বড় ধরনের সংস্কার। প্রচলিত ধারায় একপ্রকার জোড়াতালি দিয়েই চলতো সকল কার্যক্রম। তবে নতুন বোর্ড প্রধান হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পরই ভক্ত-সমর্থকদের প্রত্যাশা বহুগুণে বেড় গেছে। সবাই ক্রিকেটে বড় বড় পরিবর্তন দেখতে মুখিয়ে রয়েছে। তবে নয়া এই বোর্ড এবার জানালেন মাত্র চার মাসে ম্যাজিক্যাল কিছু করা সম্ভব নয়।

আজ (বুধবার) নতুন বছরের প্রথম দিনে মিরপুরে বিসিবিতে অফিস করতে আসেন ফারুক আহমেদ। এমন সময় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের করা ফারুক আহমেদের কাজের এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের উন্নতিসহ নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন:

» ভারতীয় ক্রিকেটারকে ‘মিথ্যাবাদী’ বললেন নিজ দেশের সাবেক

» আলোচিত আউট নিয়ে মুখ খুললেন সৈকত, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

এমন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, ‘দেখেন, যদি পরিসংখ্যান হিসাব করেন তাহলে বলবো বিগত কয়েক মাসে আমাদের পরিসংখ্যানে ভালো ও খারাপ দুটোই ছিল। আমরা পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করেছি, ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ ড্র এবং টি-টোয়েন্টিতে তাদেরকে হোয়াইটওয়াশ করেছি এগুলো আমাদের জন্য দারুণ। আবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হার, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে হার, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার সবকিছু আমাদের জন্য ছিল হতাশার। সুতরাং বলতে পারি বিগত কয়েকমাসে আমাদের পরিসংখ্যান ভালো এবং খারাপের সংমিশ্রণ ছিল।’

এসময় তিনি আরও বলেন, ‘আমাদের যেকোনো কিছু করতে গেলে একটা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যদি আমাদের প্রক্রিয়া সঠিক থাকে তাহলে আমাদের ফলাফল পেতে বেশি কষ্ট করতে হবে না। আর আমি দায়িত্ব নিয়েছি মাত্র চার মাস হয়েছে। এই চার মাসে ম্যাজিক্যাল কিছু করা সম্ভব নয়।’

এ সময় সাংবাদিকরা ক্রিকেটারদের ড্রেসিং রুম এবং বাইরের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করলে ফারুক আহমেদ বলেন, ‘মাঠের বাইরের কিছু বিষয়েও গুরুত্ব দিয়েছি। ক্রিকেটাররা খারাপ খেললেও যেন তাঁদেরকে চার্জ করা না হয় বা মানসিক চাপ দেওয়া যেন না হয়। আবার ক্রিকেটাররা আগে ভালো খেললে সেটা অনেক বেশি পোস্ট করতো এখন সেটাও কমেছে।’

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা একটা অর্গানাইজেশনের মতো। সবাই একসঙ্গে কাজ করি। আপনারা ক্রীড়া সাংবাদিক। খেলাধুলা নিয়েই কাজ আপনাদের। ভুল হলে আপনারা সমালোচনা করবেন এটাই স্বাভাবিক। তবে সেটা যদি গঠনমূলক হয় তাহলে আমাদের ভুল শুধরে নিতে সুবিধা হয়।’

গত ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া চলতি বিপিএল আসরের আজকে কোনো খেলা নেই। আগামীকাল রয়েছে দুইটা ম্যাচ। যেখানে দিনের প্রথম ম্যাচে লড়বে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। আর দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স।

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট