দেড় যুগ ধরে বাংলাদেশের জার্সিতে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। অবশেষে দীর্ঘ এই অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন এই অলরাউন্ডার। ইতোমধ্যে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। তবে আগামী বছরই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন এই তারকা।
সাকিব পরবর্তী এক নতুন যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। সাকিবের উপস্থিতি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বিভিন্ন সময়েই টের পেয়েছে বাংলাদেশ। তার বিকল্প খেলোয়াড় এখনো বাংলাদেশের গড়ে উঠেনি। তাই এই তারকাকে ছাড়া বাংলাদেশের একাদশ সাজাতে বেশ বেগ পেতে হবে বলে মনে করেন ওপেনার তামিম ইকবাল।
ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন তামিম ইকবাল। চলমান কানপুর টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময় সাকিবের অবসরের বিষয়ে কথা বলেছিলেন তামিম। সেখানে সাকিব পরবর্তী বাংলাদেশ নিয়ে এই ওপেনার বলেন, ‘সাকিব অবসর নেওয়ায় বাংলাদেশ দল গড়তে কঠিন হবে। সে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো ছিল। সে ছিল একমাত্র প্রপার ব্যাটার এবং প্রপার বোলার।’
আরও পড়ুন:
» প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে যা বললেন রাকিবুল
» দেশে কতটা নিরাপত্তা পাবেন সাকিব, জানালেন ক্রীড়া উপদেষ্টা
সাকিবের বিকল্প হিসেবে সবচেয়ে যোগ্য ক্রিকেটার হচ্ছেন মেহেদি হাসান মিরাজ। শেষ কয়েক বছরে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অনেক উন্নতি করেছে এই অলরাউন্ডার। বিশেষ করে টেস্ট ক্রিকেট তার উন্নয়ন লক্ষণীয়। তবে টি-টোয়েন্টিতে অনেকটা অনিয়মিত এই ক্রিকেটার।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ভারত সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ১৪ মাস পর জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিরাজ। সাকিবের বিকল্প হিসেবেই এই সিরিজে দেখা যাবে তাকে। এবার দেখার পালা সাকিবের অভাব কতটা পূরণ করতে পারেন এই অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/বিটি