আগামী সপ্তাহে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের এই সফর নিয়ে উভয় দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে রয়েছে উন্মাদনা। যা অনেকাংশে বেড়ে গেছে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে গিয়ে টাইগাররা হোয়াইটওয়াশ করার পর থেকে।
পাকিস্তান সিরিজে বাংলাদেশের অভাবনীয় সাফল্যে শান্ত বাহিনীর যেমন আত্মবিশ্বাস বেড়েছে, সাবধানী হয়েছে ভারতও। যদিও আসন্ন এই টেস্ট সিরিজে ভারত থাকবে সব দিক বিবেচনায় ফেভারিটের আসনে, তাও বাংলাদেশ যে কঠিন চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে থাকবে, তা ধারণা করছে সবাই।
অবশ্য ভিন্ন মত পোষণ করছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশেষক দীনেশ কার্তিক। তিনি মনে করেন ভারতের সামনে কোন প্রকার পাত্তাই পাবে না বাংলাদেশ। ক্রিকেটভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ক্রিকবাজে আলোচনাকালে এভাবেই ভারতকে হারানো নিয়ে বাংলাদেশের সামর্থ্য নিয়ে কথা বলেছেন তিনি।
ভারতের সাবেক এই ক্রিকেটার দর্শকদের করা এক প্রশ্নের জবাবে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার তেমন মনে হয় না (বাংলাদেশ ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিবে)। ভারতকে ভারতের মাটিতে হারানোই তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।’
আসন্ন সিরিজের উইকেট সম্পর্কে কার্তিক বলেন, ‘আমার মনে হয় ভারত কিছুটা পেসবান্ধব উইকেটে খেলতে পারে। বাংলাদেশকে হারানোর ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা দুই স্পিনারের পাশাপাশি তিন ফাস্ট বোলার খেলাতে পারে।’
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। পরের টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে খেলবে শান্ত-মুশফিকরা। এরপর থাকছে সাদা বলের ক্রিকেট সিরিজও। এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: এশিয়ার টেস্ট ইতিহাসে প্রথম ঘটল এমন ঘটনা
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/এফএএস