Connect with us
ফুটবল

ইউরোর মূলপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইতালি

মাল্টার বিরুদ্ধে গোলের পর ইতালির ফুটবলারদের উল্লাস। ছবি- প্রো সক্কার

ইউরো ২০২৪ এর বাছাইপর্বে মাল্টার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে ইতালি। মাল্টাকে ৪-০ গোলে হারিয়ে তাদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। এই জয়ের মধ্য দিয়ে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোর আসরে খেলার আশা বাঁচিয়ে রাখলো তারা।

শনিবার (১৪ অক্টোবর) ইতালির স্তাদিও কমুনালে সান নিকোলাতে মাল্টার মুখোমুখি হয় স্বাগতিক ইতালি। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায়ই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ইতালির। কিন্তু মানচিনির নেওয়া হেড ক্রসবারে লেগে বাইরে চলে যায়।

তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ম্যাচের ২৩তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন গিয়াকোমো বোনাভেঞ্চুরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরেকটি গোল হজম করে মাল্টা। প্রথমার্ধের যোগ করার সময়ে ডোমেনিকো বেরার্ডির গোলে পুজি দ্বিগুণ করে নেয় স্পালেত্তির দল।

৬৩ মিনিটে নিজের নামের পাশে দ্বিতীয় গোলটি লেখান ডোমেনিকো বেরার্ডি। দ্বিতীয়ার্ধেও তেমন কোন আক্রমণ করতে পারেনি মাল্টা। ম্যাচের শেষ মুহূর্তে আরো একটি গোল হজম করে তারা। শেষ পর্যন্ত ৪-০ তে সহজ জয় তুলে নেয় ইতালি।

এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ সি এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। ৫ ম্যাচে ৩ জয়, ১ হার ও ১ ড্র নিয়ে তাদের পয়েন্ট ১০। ৬ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইউক্রেন। আর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ইংল্যান্ড।

আরও পড়ুন: নামের পাশে ১০০০ গোল দেখতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল