কাতার বিশ্বকাপ খেলা হয়নি। তবুও গত ইউরো ফুটবলের চ্যাম্পিয়ন ইতালি। এবারও শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এগোচ্ছে আজ্জুরিরা। বাছাইপর্বের সপ্তম ম্যাচে বড় জয়ে রীতিমত গোল উৎসব করেছে। নর্থ মেসিডোনিয়াকে ঘরের মাঠে ৫-২ গোলে হারিয়েছে ইতালি।
এতে করে ২০২৪ ইউরোর মূলপর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল ইতালি। বাছাইপর্বে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ৫-২ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এখন টেবিলের দুইয়ে আজ্জুরিরা। শীর্ষে থাকা ইংল্যান্ড মূলপর্ব নিশ্চিত করেছে আগেই।
এদিন ম্যাচের প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। বিরতির পর দুটি গোল শোধ করে লড়াই জমিয়ে তোলে নর্থ মেসিডোনিয়া। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। শেষের আরও দুই গোলে ইতালি মাঠ ছাড়ে বড় জয় নিয়ে।
ইতালির হয়ে জোড়া গোল করেন ফেদেরিকো চিয়েসা। বাকি তিনটি গোল আসে মাত্তেও দারমিয়ান, জিয়াকোমো রাসপাদোরি ও স্তেফান এল শারাউইর পা থেকে। ইউরোর বাছাইয়ে প্রথম দেখায় দলটির মাঠে ১-১ ড্র করেছিলো তারা।
এই জয়ের পর ৭ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে ইতালি। সমান পয়েন্ট নিয়ে তিনে ইউক্রেন। ৭ পয়েন্ট নিয়ে চারে আছে নর্থ মেসিডোনিয়া। মাল্টাকে ২-০ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।
আরও পড়ুন: পোল্যান্ডকে বিশাল ব্যবধানে হারাল আর্জেন্টিনা
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৩/এজে