Connect with us
ফুটবল

ইউরোতে দ্রুততম গোল হজমের পর ইতালির দুর্দান্ত কামব্যাক

Euro 2024_Italy vs Albania
আলবেনিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে ইতালি। ছবি- সংগৃহীত

জার্মানিতে চলছে ইউরোপীয় দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্টের অন্যতম কঠিন গ্রুপ-ডি থেকে গতকাল রাতে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও আলবেনিয়া। এ ম্যাচে ইউরোর ইতিহাসে দ্রুততম গোল হজম করেও পরবর্তীতে দুর্দান্ত কামব্যাক করে জয় তুলে নিয়েছে লুসিয়ানো স্পাল্লেত্তির শিষ্যরা।

এদিন ম্যাচ শুরুর ২৩ সেকেন্ডেই গোল হজম করে ইতালি। আলবেনিয়ার হয়ে ইউরোর ইতিহাসের দ্রুততম গোলটি করেন নেদিম বাইরামি। অবশ্য ইতালির ডিফেন্ডারদের ভুলেই গোল পায় আলবেনিয়া। বামপাশ থেকে ফেদেরিকো দিমারকো গোলপোস্টের কাছে থাকা দলের আরেক ডিফেন্ডারকে লক্ষ্য করে থ্রো মারেন। তবে তার কাছে পৌঁছানোর আগেই বল পেয়ে যান বাইরামি। এরপর ডোনারুমাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

তবে গোল শোধ করতে বেশিক্ষণ সময় নেয়নি ইতালি। ১০ মিনিট পরই ডিফেন্ডার আলেজান্দ্রো বাস্তোনির গোলে সমতায় ফেরে আজ্জুরিরা। লরেঞ্জো পেল্লিগ্রিনির কিক থেকে হেড দিয়ে গোল করেন এই ডিফেন্ডার। তার ৫ মিনিট পরই নিকোলা বারেল্লার গোলে লিড নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।

আরও পড়ুন:

» কোপা আমেরিকার চূড়ান্ত দল ঘোষণা করল আর্জেন্টিনা

» ব্রাজিল ফুটবলারদের চুলে রং করা পরিহারসহ কঠোর নির্দেশনা  

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। শুরুতে গোল খাওয়া সত্ত্বেও পুরো ম্যাচজুড়ে আধিপত্য বজায় ছিল ইতালির। এদিন ৬৮ ভাগ সময় বল দখলে রাখার পাশাপাশি ১৭টি শট নিয়েছে আজ্জুরিরা।

এদিন একই গ্রুপের অপর একটি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে স্পেন। ইউরোর অন্যতম সফল দলটির হয়ে গোল করেন আলভারো মোরাতা, ফাবিয়ানব রুইজ ও দানি কারভাহাল।

ক্রিফোস্পোর্টস/১৬জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল