Connect with us
ক্রিকেট

‘জীবনে এতো মানুষ দেখিনি’, বরিশালের ভক্তদের যে বার্তা দিলেন

Tamim talked about huge fan base of Barishal
বরিশালের ভক্তদের বার্তা দিলেন তামিম। ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জয় করেছে ফরচুন বরিশাল। গতবার ট্রফি নিয়ে বরিশালের ভক্তদের কাছে পৌঁছাতে না পারলেও এবার চ্যাম্পিয়ন হয়েই ঘোষণা দিয়েছিল যাওয়ার। সেই লক্ষ্যে আজ তামিম-মুশফিকদের চ্যাম্পিয়ন দল শিরোপা নিয়ে পৌঁছে যায় বরিশালে।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের ক্রিকেটারদের বরণ করে নিতে বাঁধ ভাঙ্গা উল্লাস দেখা যায় গোটা শহরে। বরিশালের বেলস পার্কে আয়োজন করা হয় তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের উদ্দেশ্যে সংবর্ধনা অনুষ্ঠান। যা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছিল ভক্ত সমর্থকদের আগমনে।

মানুষের চাপ এতটাই বেশি ছিল যে নিরাপত্তা নিয়ে হিমশিম খাচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনীও। বিকেলের দিকে ক্রিকেটাররা মঞ্চে উপস্থিত হলেও বেশি সময় থাকেননি সেখানে। ভক্তদের উদ্দেশ্যে মঞ্চ থেকে বক্তব্য রাখতে পারেননি তারা। মূলত বিশাল জনসমাগমে নিরাপত্তা সংকটের কথা বিবেচনা করে ক্রিকেটারদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

প্রিয় তারকা ক্রিকেটারদের বেশি সময় দেখতে না পাওয়ার অসন্তোষ বেশ ভালোভাবেই দেখা গেছে ভক্তদের মাঝে। আর তাই সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশালের ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এক ভিডিও বার্তায় তিনি উল্লেখ করেন, ‘নিজের জীবনে এত মানুষ একসঙ্গে দেখেননি তিনি।’

আরও পড়ুন:

» জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে হামজার সাথে নতুন চমক

» বিপিএলের পর গ্লোবাল লিগে ফরচুন বরিশালের চোখ

তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে বরিশালে এসেছিলাম। দুইদিন আগেও আমরা কথা দিয়েছিলাম আমরা বরিশালে আসবো। আমাদের অনেক পরিকল্পনা ছিল এই কারণেই আমরা পুরো দল নিয়ে বরিশালে এসেছিলাম, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সঙ্গে কথা বলবো। প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবে। আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবসত আমাদের স্টেজে খুব খুব কম সময় থাকতে পেরেছি আমরা কারণ আমার জীবনে আমি এতো মানুষ একসঙ্গে দেখিনি। কম হলেও দেড় থেকে দুই লক্ষ মানুষ ছিলেন আমাদের দেখার জন্য। এটা একটা সময় এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না। আপনি যদি লক্ষ্য করে থাকেন, আমরা যখন বাস নিয়ে ঢুকছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের নিরাপত্তা দল থেকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয় এটা আসলে সেফ না।’

এছাড়া ক্যাপশনে তামিম দুঃখ প্রকাশ করেছেন বেশি সময় বরিশালের ভক্তদের সঙ্গে সময় কাটাতে না পারায়। তবে আবারো দেখা হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট