ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরলেও রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। এদিন টেস্ট অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই দুর্দান্ত অর্ধশত রানের ইনিংস খেলেন সরফরাজ খান।
ঘরোয়া প্রতিযোগিতায় দীর্ঘদিন যাবত পারফর্ম করে আসছিলেন সরফরাজ। তবে জাতীয় দলে যেন কোন অজানা কারণেই ডাক আসছিল না তার। এবার ইংলিশদের পক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়ে প্রথম ম্যাচে পেলেন একাদশে খেলার সুযোগ। প্রথম ইনিংসে প্রমাণ করলেন নির্বাচকদের সিদ্ধান্ত ভুল হয়নি।
রোহিত শর্মা আউট হওয়ার পর ছয় নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে আসেন সরফরাজ খান। অভিষেক ম্যাচেই খেলেন দুর্দান্ত এক ইনিংস। মাত্র ৪৮ বলেই তুলে নেন নিজের প্রথম টেস্ট ফিফটি। ৯ চার এবং ১ বিশাল ছক্কার এই ইনিংস থামে ৬৬ বলে ৬২ রান করে। তবে তিনি হতাশ হতেই পারেন জাদেজার ভুলে দুর্ভাগ্যজনকভাবে নিজের রান আউটে।
৯৯ রানে থাকা জাদেজা সিঙ্গেল নেওয়ার জন্য ডাক দিয়েও ফিরিয়ে দেন সরফরাজকে। তবে ফ্রিজে পৌঁছার আগে রান আউটের শিকার হয় এই অভিষিক্ত ব্যাটার। এমন ঘটনার পর ড্রেসিংরুম থেকেই জাদেজার ওপর নিজের বিরক্তি প্রকাশ করেন অধিনায়ক রোহিত শর্মা।
এবার দিন শেষে নিজের ভুলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চাইলেন খোদ রবীন্দ্র জাদেজা। ইনস্টাগ্রামে স্টোরিতে তিনি লিখেন, ‘সরফরাজের জন্য খারাপ লাগছে, এটি ভুল ডাক ছিল।’ স্টোরিতে হাতজোড় করা ইমোজি দিয়ে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি সরফরাজের ইনিংসের প্রশংসাও করেছেন তালি দিয়ে, ‘খুব ভালো খেলেছ।’
তবে অনাকাঙ্ক্ষিত এই রানআউট নিয়ে কিছুটা হতাশ হলেও মেনে নিয়েছেন সরফরাজও। রান আউটের বিষয়ে কথা বলেন তিনি, ‘এটি খেলার অংশ। ক্রিকেটে ভুল বোঝাবুঝি হতেই পারে। মাঝেমধ্যে রানআউট হয়, আবার কখনওবা রান হয়েও যেতে পারে।’
আরও পড়ুন: রোহিত-জাদেজার সেঞ্চুরিতে শুরুর ধাক্কা কাটিয়ে বড় সংগ্রহের পথে ভারত
ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৪/এফএএস