Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ জিতে রোহিত-কোহলির পথেই হাটলেন জাদেজা

jadeja with family after win T-20 worldcup 2024
অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জয়ে দীর্ঘ দিনের তৃষ্ণা মিটেছে ভারতের। দ্বিতীয়বারের মতো এই ফরমেটে বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছেন রোহিত-কোহলিরা। এমন আনন্দের সময়টা বিদায়ের স্পেশাল উপলক্ষ্য বটে। ইতোমধ্যে বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এবার রোহিত-কোহলির পথেই হাটলেন রবীন্দ্র জাদেজা।

ইনস্টাগ্রামে পোস্ট করে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। তবে বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

সেই পোস্টে এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমি কৃতজ্ঞ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করছি। দেশের জন্য আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। অন্য ফরম্যাটগুলো চালিয়ে যাবো।’

নিজের স্বপ্ন পূরণের গল্প জানিয়ে জাদেজা আরও লেখেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতে আমার স্বপ্ন সত্যি হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটা আমার সবচেয়ে বড় অর্জন। এই সংস্করণে অনেক স্মৃতি রইলো। আমাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

আরও পড়ুন :

» বিশ্বকাপ জিতেই রোহিত-কোহলির বিদায় ঘোষণা

» টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ শেষে ব্যাটে-বলে সেরা যারা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ম্যাচসেরা ইনিংস উপহার দিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন বিরাট কোহলি। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে অবসরের ঘোষণা দেন তিনি। নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব। একই পথে হেটেছেন রোহিত শর্মাও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন এখানেই থামতে চান তিনি। এবার এই তালিকায় তৃতীয় জাদেজা।

jadeja with family after win T-20 worldcup 2024 with wife and daughter

স্ত্রী-সন্তানের সঙ্গে রবীন্দ্র জাদেজা। ছবি- সংগৃহীত 

এবারের বিশ্বকাপে খুব একটা ছন্দে ছিলেন না এই তারকা অলরাউন্ডার। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৯ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। সেটাই এ আসরে তার সর্বোচ্চ ইনিংস। বল হাতেও ছিলেন না ছন্দে, ৭ ইনিংসে নিয়েছেন মাত্র ১ উইকেট।

ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ভারতের এই অলরাউন্ডার। যেখানে ১২৭.১৬ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৪০৫ রান। এছাড়া ৭.১৩ ইকোনমিতে ৫৪ উইকেট রয়েছে জাদেজার ঝুলিতে। সদ্য সমাপ্ত নবম আসর মিলিয়ে এ নিয়ে তিনি ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।

এদিকে ২০০৭ সালের প্রথম বিশ্বকাপ জয়ের স্কোয়াডে ছিলেন রোহিত। এবার নিজের শেষ বিশ্বকাপটিও রাঙালেন চ্যাম্পিয়ন হয়েই। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাজিত করেছে রোহিত শর্মার দল।

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৪/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট