মিরপুরে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে রীতিমতো পাত্তাই দেয়নি বাংলাদেশ। সিরিজের সবগুলো ম্যাচেই সফরকারীদের হেসেখেলে হারিয়েছে টাইগ্রেসরা। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হোঁচট খেলো নিগার সুলতানা জ্যোতির দল। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২ রানে হেরেছে স্বাগতিক মেয়েরা। সিরিজে সমতায় ফিরতে এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে কিছুটা আপসেট বাংলাদেশ দলের নারী ক্রিকেটাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ তারা। এ বিষয়ে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম বলেন, ‘প্রথম ম্যাচে হারলেও সিরিজ জেতার সামর্থ্য বাংলাদেশের আছে। আর আমরা এ বিষয়ে আত্মবিশ্বাসী।
সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৭০ রান তোলে আইরিশ মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলার মেয়েরা। বিনা উইকেটে ১০৩ রানের ওপেনিং জুটি গড়েন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি টাইগ্রেসরা।
আরও পড়ুন:
» রংপুরের হয়ে ফাইনালে খেলা নিয়ে অনিশ্চয়তায় সৌম্য-রিশাদরা
» পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
ভালো শুরুর পরও এমন হার নিয়ে জাহানার বলেন, ‘১৬৯/১৭০ রান একটা বড় স্কোর ছিল আমাদের জন্য। কিন্তু আমরা শুরুটা যেভাবে করেছিলাম, বিশেষকরে ওপেনিং জুটি সেখান থেকে আমরা ম্যাচ জিততে পারতাম। যেহেতু ১০-১১ ওভারেই আমরা ১০০ এরও বেশি করেছিলাম সেহেতু ম্যাচ জিততে আমরা আশাবাদী ছিলাম।’
দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় পর জাতীয় দলের জার্সিতে ফিরলেন জাহানারা আলম। চোখে মুখে জাতীয় দলে ফেরার আনন্দটা থাকলেও ম্যাচ হারে কিছুটা মলিন হয়েছে সেই খুশিটা। দলে ফেরার ম্যাচে খুব একটা ভালো পারফর্মও করতে পারেননি তিনি। ৪ ওভারে ৩৫ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। দলের হারে কিছুটা অস্বস্তিতেও আছেন তিনি।
এসময় জাহানার বলেন, ‘আসলে আমাদের ভাগ্যে যেটা লেখা থাকবে সেটাই হবে। তেমনি দলে ফেরার বিষয়টি আমি চাইলেও সবসময় আমার মনমতো হবে না। তবে দলে ফিরতে পেরে আমি যথেষ্ট খুশি। কিন্তু প্রথম ম্যাচ হেরে যাওয়ায় পুরোপুরি খুশি হতে পারছি না।’
ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চান জাহানারা। তিনি বলেন, ‘আমরা শেষের দিকে কিছু ভুলের কারণে ম্যাচটা হেরেছি। পরের ম্যাচগুলো সেগুলো যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো। তাছাড়া আমাদের ব্যাটাররা ফর্মে থাকায় পরের ম্যাচগুলোতে জয় পেতে আশাবাদী আমি।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৯ ডিসেম্বর।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/এসআর/বিটি