Connect with us
ক্রিকেট

শেবাগের ১৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন জয়সওয়াল

Yashasvi Jaiswal
যশস্বী জয়সওয়াল। ছবি- সংগৃহীত

ব্যাট হাতে দারুণ সময় পার করছেন ভারতের তরুণ ক্রিকেটার যশশ্বী জয়সওয়াল। ভারতের সাদা জার্সিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছেন এই তরুণ। অভিষেকের পর থেকেই থেকেই একের পর রেকর্ডের তালিকায় নিজের নাম যুক্ত করছেন এই  ওপেনার। 

সম্প্রতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ছক্কা মেরে নতুন এক রেকর্ড গড়েছেন জয়সওয়াল। সিরিজের তৃতীয় ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক সিরিজে ২০ টি ছক্কা হাকান তিনি। এবার ছক্কা মেরে ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের রেকর্ড ভাঙলেন জয়সওয়াল।

আজ (শনিবার) রাঁচি টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৭৩ রান করছেন জয়সওয়াল। ৮ চার ও ১ ছয়ের মারে এই ইনিংসটি সাজিয়েছেন তিনি। আর ১ ছয় মেরেই শেবাগের রেকর্ড ভেঙেছেন এই তরুণ।

লাল বলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক বছরে সবচেয়ে বেশি (২২) ছয় মেরেছিলেন শেবাগ। ২০০৮ সালে ২৭ ইনিংসে এ কীর্তি গড়েন এই কিংবদন্তি। তবে ২০২৪ সালের মাত্র ৫৫ দিনেই ২৩তম ছক্কা মেরে শেবাগের এই পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন জয়সওয়াল। এই কীর্তি গড়তে জয়সওয়াল খেলেছেন ৯টি ইনিংস।

এই তালিকায় জয়সওয়াল ও শেবাগের পরেই রয়েছেন ঋষভ পন্ত। ২০২২ সালে ২১ টি ছয় মেরেছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এছাড়া চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে রোহিত শর্মা (২০) ও মায়াঙ্ক আগারওয়াল (১৮)।

আরও পড়ুন: রাঁচি টেস্টে ব্যাকফুটে ভারত, লিডের আশায় ইংল্যান্ড 

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট