ভারতের হয়ে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন যশশ্বী জয়সওয়াল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক নজরকাড়া ইনিংস খেলে নতুন নতুন রেকর্ড গড়ছেন এই ২২ বছর বয়সী তরুণ। নাম লেখিয়েছেন সেরাদের তালিকায়।
২০২৩ সালের জুলাইয়ে ভারতের হয়ে অভিষেক হয় জয়সওয়ালের। ভারতের হয়ে এখন পর্যন্ত ৮ টি টেস্ট খেলেছেন এই তরুণ। এই স্বল্প ম্যাচের ক্যারিয়ারেই তার ৩ টি সেঞ্চুরি এবং ৩ টি হাফসেঞ্চুরি রয়েছে। যার মধ্যে দুটো ডাবল সেঞ্চুরি রয়েছে তার।
আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ডের বিপক্ষে চলমান ধর্মশালা টেস্টে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নিয়েছেন জয়সওয়াল। সেই সাথে অনেকগুলো রেকর্ডও গড়েছেন এই তরুণ।
ক্যারিয়ারের মাত্র ১৬তম টেস্ট ইনিংসেই হাজারি ক্লাবে নাম লেখালেন জয়সওয়াল। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাজার তার। মাত্র ১৪ ইনিংসে দ্রুততম হাজার রান করে শীর্ষে রয়েছেন সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি।
তবে ভারতীয় ওপেনার হিসেবে হাজার রানের ক্লাবে দ্রুততম পা রাখা ক্রিকেটার এখন জয়সওয়াল। এর আগে এই রেকর্ডটি রোহিত শর্মার দখলে ছিল, যিনি ১৭ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন।
আর টেস্ট সংখ্যার হিসেবে দ্রুততম এক হাজার রান করার তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান। মাত্র সাতটি টেস্ট খেলে এই কীর্তি গড়েছিলেন ব্র্যাডম্যান। আর নয়টি টেস্ট খেলে এই মাইলফলক স্পর্শ করে তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন জয়সওয়াল।
আরও পড়ুন: কলকাতার হয়ে খেলার সুযোগ পাওয়া কে এই সাকিব?
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৪/এমটি