রীতিমত স্বপ্নের মত এক সফর শেষ করে ওয়েস্ট ইন্ডিজ থেকে সম্প্রতি দেশে ফিরেছেন জাকের আলী। এই সফর দিয়ে সকল ফরমেটে নিজের সামর্থের প্রমাণ দিয়েছেন এই টাইগার ক্রিকেটার। দেশে ফেরার পর এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে সুখবর পেয়েছেন জাকের আলী। বড় উন্নতি ঘটিয়েছেন নিজের র্যাঙ্কিংয়ে।
ইতিহাস গড়া এই সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজদের হারানোর দিন অসাধারণ এক ঝড়ো ফিফটি করেন জাকের আলী। এতে করে সংক্ষিপ্ত ফরমেটের র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন এই টাইগার ক্রিকেটার।
আইসিসির হালনাগাদকৃত বছরের শেষ র্যাঙ্কিং তালিকায় ৮৫ ধাপ এগিয়ে এখন ৮৭ নম্বরে অবস্থান করছেন জাকের। যেখানে তাঁর রেটিং পয়েন্ট ৩৯১। সমান রেটিং নিয়ে জাকেরের সঙ্গে যৌথভাবে ৮৭ নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেইন উইলিয়ামসন। গত বছর টি-টোয়েন্টি ফরমেটে অভিষেকের পর এটাই জাকেরের সেরা অবস্থান।
এর আগে লম্বা সময় যাবত ধারাবাহিক ভাবে ব্যর্থ হছিলেন তিনি। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচ খেলার সুযোগ পেয়ে জ্বলে উঠতে পারেননি জাকের আলী। এরপর সেপ্টেম্বরে ভারত সফরে টি-টোয়েন্টি দলে খেলেও পারেননি সুযোগ কাজে লাগাতে। বিপিএলে নজরকারা পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিলেও রাখতে পারছিলেন না আস্থার প্রতিদান।
আরও পড়ুন:
» বিপিএলে খেলতে আসবেন আফ্রিদি, এতেই চটেছেন মিকি আর্থার!
» বছর শেষে র্যাঙ্কিংয়ে বুমরাহর রেকর্ড, সুখবর পেল মাহেদি-তাসকিনরাও
তবে ক্যারিবিয়ান সিরিজ দিয়েই যেন সকল হতাশা কাটিয়ে দিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সফরের সকল ফরমেটেই দারুন পারফর্ম করেছেন এই টাইগার ক্রিকেটার। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল তার ৬ ছক্কা ও ২ চারের মার। এতে করে ১৮৯ রান সংগ্রহ করে সেই ম্যাচে স্বাগতিকদের ৮০ রানে পরাজিত করে টাইগাররা।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে টেস্ট ফরমেটে মাঠে নামেন জাকের। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৪ ইনিংসে ৪৪ গড়ে ১৭৬ রান করে হয়েছে সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্টে তার রান ছিল যথাক্রমে ৫৩, ৩১, ১ এবং ৯১। এর মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে শতকের কাছাকাছি রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
এরপর ওয়ানডে সিরিজে উইন্ডিজদের কাছে হোয়াইটওয়াশ হলেও ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তিন ম্যাচে জাকের খেলেছেন যথাক্রমে- ৪৮, ৩ এবং অপরাজিত ৬২ রানের ইনিংস। এতে করে ৫৬.৫০ গড়ে ১১৩ রান সংগ্রহ করে হয়েছেন দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর টি-টোয়েন্টিতেও রেখেছেন ধারাবাহিকতা।
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/এফএএস