Connect with us
ক্রিকেট

শান্তর অধিনায়কত্ব থাকছে কিনা জানালেন জালাল ইউনুস

Najmul Hossain Shanto _bangladesh captain
দলের সতীর্থদের সঙ্গে শান্ত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার নেতৃত্ব এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা। ৭ ম্যাচ খেলে তিন জয়ের বিপরীতে চার ম্যাচে হেরেছে টিম টাইগার্স। পাশাপাশি শান্তও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নেতৃত্ব পান শান্ত। তবে দাতিত্ব কাঁধে নেওয়ার পর থেকে ব্যাট হাতে ছন্দপতন হয়েছে তার। তাছাড়া এবারের বিশ্বকাপেও হাসেনি তার ব্যাট। ৭ ইনিংসে ১৬ গড় ও ৯৫.৭৩ স্ট্রাইক রেটে ১১২ রান করেছেন তিনি। যার ফলে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। অনেকের মতে অধিনায়কত্ব কোটায় মূল একাদশে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। যার ফলে তার অধিনায়কত্বে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ নিয়ে কী ভাবছে বোর্ড তা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

Jalal Yunus

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন জালাল ইউনুস। ছবি- সংগৃহীত

শনিবার (২৯ জুন) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে কথা বলেন জালাল ইউনুস। এসময় শান্তর অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তকে এক বছরের জন্য দায়িত্ব দিয়েছি। এই বিষয় নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তাসকিন ভাইস ক্যাপ্টেন হিসেবে শুরু করেছে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই মুহূর্তে বা ভবিষ্যতেও অধিনায়ক পরিবর্তন হবে কি না, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারব না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য দায়িত্ব দিয়েছি। বাকি সিদ্ধান্ত বোর্ড থেকে আসবে।’

আরও পড়ুন:

» বিশ্বকাপের ‘সেরা একাদশে’ একমাত্র বাংলাদেশি রিশাদ

» বিশ্বকাপে টার্গেট পূরণ করেছে বাংলাদেশ, খুশি বিসিবি 

এই বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে বেশি হতাশ করেছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলে তাদের ভবিষ্যৎ কী? এ নিয়ে এই কর্তার স্পষ্ট ভাষ্য, যারা ভালো পারফরম্যান্স করবেন তারাই ভবিষ্যতে জাতীয় দলে অগ্রাধিকার পাবেন।

তিনি বলেন, ‘সাকিব বা মাহমুদউল্লাহ কারো নাম নিয়ে বলছি না। যারা ভালো পারফর্ম করবে সামনে তারাই খেলবে। এখন যারা দলে রয়েছেন তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-টোয়েন্টি দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই দলে সুযোগ করে নিয়েছিল। দলের মধ্যে পারফর্ম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।’

এ ছাড়া বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট বোর্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের টার্গেট ছিল সুপার এইটে খেলা। আমরা টার্গেট পূরণ করতে পেরেছি। এজন্য সবাই খুশি।’

ক্রিফোস্পোর্টস/২৯জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট