বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নের অ্যামি পার্কে খেলতে নামে বাংলাদেশ। ম্যাচে শক্তিশালী সকারুদের কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধেই ৪ গোল হজম করে এক প্রকার তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে জামাল ভূঁইয়ারা। পরের অর্ধে বাকি ৩ গোল হজম করে বাংলাদেশ। ম্যাচের ৪ মিনিটেই সকারু ডিফেন্ডার হ্যারি সৌটারের গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ২০ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ব্র্যান্ডন বোরেলো। ৩৭ মিনিটে তৃতীয় গোল করেন মিচেল ডিউক। এর তিন মিনিট পরেই নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ডিউক।
দ্বিতীয়ার্ধে স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের দুর্দান্ত হ্যাট্রিকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা অস্ট্রেলিয়া।
একপাক্ষিক ম্যাচে সকারুদের বল দখলে ছিল ৭০ শতাংশ, বাংলাদেশের ৩০ শতাংশ। বাংলাদেশের গোল মুখে অস্ট্রেলিয়া মোট শট নিয়েছে ২৯ টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ১৪ টি। বাংলাদেশ এখানেই লজ্জার কীর্তি গড়েছে। জামালরা প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছে মোটে একটি, সেটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।
ভালো খেলার আশা নিয়ে মাঠে নামলেও শেষমেশ হতাশাজনক হারই সঙ্গী হলো জামাল ভূঁইয়া-তারিক কাজিদের।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে যা বললেন উইলিয়ামসন
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এমএস/এমটি