বাংলাদেশ থেকে এবার ডেনমার্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ (শুক্রবার) সকালে ডেনমার্কের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাংলাদেশ দলপতি। বাংলাদেশের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ খেলার জন্য ডেনমার্ক থেকেই বাংলাদেশে এসেছিলেন তিনি।
ফুটবল দলের অধিনায়ক জামাল বর্তমানে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োর সাথে চুক্তিবদ্ধ আছেন। জাতীয় দলের হয়ে আফগানিস্তানের সাথে দুটি প্রীতি ম্যাচসহ মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এর আগে আর্জেন্টিনা থেকেই দেশে এসেছিলেন তিনি। ম্যাচ খেলে ফের আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন।
আর্জেন্টিনার লিগে বিরতির কারণে জামাল ডেনমার্কেই ছিলেন। সেখান থেকেই অস্ট্রেলিয়া এবং লেবাননের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় এসেছিলেন। বাছাইপর্বের ম্যাচ দুটি খেলে দুই দিন বাংলাদেশেই বিশ্রাম নেন তিনি।
আজ ফের ডেনমার্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সোল দা মায়োতে খেলা জামাল। আগামী মার্চের উইন্ডোর আগে জাতীয় দলের হয়ে আর কোনো কর্মসূচি না থাকায় আবার চার মাস পর দেশে আসার কথা রয়েছে তার।
আরও পড়ুন: ভারতের হারে উল্লাস: বাংলাদেশিদের বুকিং বন্ধ করলো দার্জিলিংয়ের হোটেল
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এমএস/এমটি/এমএ