Connect with us
ফুটবল

লা লিগাকে ধন্যবাদ জানালেন জামাল ভূঁইয়া

Jamal Bhuiyan thanked La Liga
লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম গেটাফের ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়া। ছবি- সংগৃহীত

লা লিগায় আজ ঘরের মাঠে গেটাফের মুখোমুখি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচের আগে লা লিগা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে সাথে নিয়ে ২০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিও ফেসবুককে শেয়ার করে লা লিগাকে ধন্যবাদ জানান জামাল ভূঁইয়া।

লা লিগার সেই ভিডিও পোস্টে অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম গেটাফের ম্যাচ নিয়ে জামাল ভূঁইয়া ভক্তদের প্রেডিকশন জানাতে বলেন। ম্যাচের ফলাফল নিয়ে নিজের প্রেডিকশনও জানান তিনি। সেখানে নিজের পছন্দের টিম অ্যাথলেটিকো মাদ্রিদকে ৩‐১ গোলে এগিয়ে রেখে নিজের মতামত জানান জামাল।

লা লিগার সেই ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শেয়ার করে লা লিগা কে ধন্যবাদ জানিয়েছেন জামাল ভূঁইয়া। নিজের পোস্টে তিনি লিখেন, ‘এখানে আসতে পেরে ভালো লাগছে। অ্যাথলেটিকো বনাম গেটাফে ম্যাচে আমন্ত্রণ জানানোর জন্য লা লিগা কে ধন্যবাদ।’ ভক্তদের ম্যাচের ভবিষ্যৎবাণী করার কথা জানিয়েছেন তিনি।

লা লিগার করা সেই পোস্টের কমেন্ট বক্স জুড়ে ছিল বাংলাদেশি ভক্তদের আধিক্য। যেখানে তারা জামাল ভূঁইয়াকে বাংলাদেশের গর্ব হিসেবে উল্লেখ করেছেন। অনেককে দেখা যায় নিজের পছন্দের দলকে এগিয়ে রেখে ম্যাচ প্রেডিকশন করতে।

জামাল ভূঁইয়া অ্যাথলেটিকো মাদ্রিদের ৩-১ গোলে জয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। ম্যাচের একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল জামাল ভূঁইয়ার সেই প্রেডিকশন মিলে যাবে। তবে শেষ মুহূর্তে দুই গোল হজম করে ৩-৩ গোলের সমতায় রেখে ম্যাচ শেষ করে দুই দল।

আরও পড়ুন: ইউরোপের সেরা ম্যানসিটি, রিয়াল-বার্সেলোনা আছে কোথায়

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৩/এসএফ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল