বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া দল পাননি এবারের দলবদলের বাজারে, এমনকি গত মৌসুমে খেলা দলের সাথেও কোন প্রকার চুক্তি নবায়ন করতে পারেননি এই মিডফিল্ডার। এতে করে প্রশ্ন উঠছে জাতীয় দলের অধিনায়ককে ছাড়াই মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ?
শুক্রবার রাতে বন্ধ হওয়া দলবদলের নির্ধারিত সময়ে কোনো ক্লাবই বেছে নেয়নি ৩৪ বছর বয়সী মিডফিল্ডারকে। গত মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা অক্টোবর মাস থেকে মাঠে গড়ানোর কথা থাকলেও ট্রান্সফার উইন্ডোর সময় বেঁধে দেওয়া সময় ছিলো ২৩ আগস্ট পর্যন্ত। এরই মধ্যে দল সাজিয়ে নিয়েছে দলগুলো।
গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল ডি মায়োর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় এই মিডফিল্ডারের। এরপর বেতন না দেওয়ার অভিযোগে সেই ক্লাবের বিরুদ্ধে মামলাও করেন জামাল। পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আবাহনীতে যোগ দিয়েছিলেন। এবারও সেই ক্লাবেই থাকার কথা ছিল তার।
আরও পড়ুন:
» এমন ঐক্যবদ্ধ বাংলাদেশই দেখতে চান তামিম
» বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড ঘোষণা, ব্রাজিল দলে ‘ছোট মেসি’
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতার পালাবদলে পরিস্থিতি বদলে যায়। তোপের মুখে পড়ে জামালের ক্লাব, ব্যাপক ভাংচুরের শিকার হয় আবাহনী। নতুন মৌসুমে দলটির বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ ও ছিলো সংশয়ে।
আবাহনী ক্লাবের সাথে আর্থিকভাবে সমঝোতা না হবার কারণে চুক্তি নবায়ন করেননি এই খবরও শোনা যাচ্ছে। আবার জামালকে কোনো ক্লাবের পক্ষ থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে কি-না কিংবা বিদেশে থাকায় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কি-না তা এখনও নিশ্চিত করা যায়নি।
স্বনামধন্য দুইটি ক্লাব নিজেদের নাম প্রত্যাহার করায় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে ১০টি দল নিয়ে। তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল এবং ট্রেবল বিজয়ী শেখ রাসেল নিজেদের প্রত্যাহার করেছে।
দল বদল শেষে, এখন অপেক্ষা খেলা মাঠে গড়ানোর, লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স আপ মোহামেডানের মধ্যে চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচ দিয়ে অক্টোবরের শুরুতে নতুন মৌসুম শুরু হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই মৌসুমে দেখা যাবে না জামাল ভূঁইয়াকে।
ডেনমার্কে জন্মগ্রহণ করলেও খেলতে চেয়েছিলেন নিজের বাবার দেশের হয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে, খেলেন দুই মৌসুম। এরপর যোগ দেন প্রিমিয়ার লিগে থেকে গত বছর বিলুপ্ত হওয়া সাইফ স্পোর্টিংয়ে। এছাড়াও তিনি খেলেছেন শেখ রাসেলের হয়ে, কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীর হয়ে।
ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/এএস/এজে