দেশের ফুটবলের ক্যাপ্টেন ফ্যানটাস্টিক খেতাব পেয়েছেন জামাল ভূঁইয়া। দেশের ফুটবল মাতানো এই মিডফিল্ডার খেলতে শুরু করেছেন মেসিদের দেশের ক্লাবে। আর্জেন্টিনার ক্লাব সোল দো মায়োর হয়ে অভিষেক ম্যাচেই গোল করেছেন। তার গোলে জার্মিনালকে ২-১ ব্যবধানে হারিয়েছে সোল দো মায়ো। এরপর লাইভে আসেন জামাল।
এই ম্যাচে অধিনায়কত্বও করেছেন জামাল। ম্যাচের ৮১ মিনিটে ডিবক্সে ফাউলের সূত্র ধরে পেনাল্টি পায় সোল দে মায়ো। স্পটকিক নিয়ে গোল করে অভিষেককে স্মরণীয় করে রাখেন। এই ম্যাচে বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখিয়ে লাল-সবুজ জার্সি পরে মাঠে নেমেছিল সোল দে মায়ো।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন জামাল। সেখানে বলেছেন, গুরুত্বপূর্ণ হচ্ছে দল ৩ পয়েন্ট পেয়েছে। আমি গোল করেছি, ভালো লাগছে। আবহাওয়া একটু প্রতিকূল ছিল। ৩ থেকে ৪ ডিগ্রি ছিল। অনেক বাতাস ছিল, তাই বেশ ঠান্ডা লাগছিল।
খেলা দেখতে আসা প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে জামাল বলেন, প্রবাসীরা এসেছিলেন খেলা দেখতে। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।
আরও পড়ুন: বার্সার গোলবন্যার ম্যাচে ১৬ বছরের কিশোরের ইতিহাস
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৩/এজে