আজ (বুধবার) মালদ্বীপের বিপক্ষে ১৬ সদস্যের আংশিক দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের ক্যাববেরা। সেই দলে জায়গা পাননি লাল-সবুজের জার্সিতে সব থেকে বেশি ম্যাচ খেলা জামাল ভূঁইয়া।আগামী নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এ স্কোয়াডে জামালের জায়গা না পাওয়ার পিছনে আছে এএফসি চ্যালেঞ্জ কাপ। বসুন্ধরা কিংসের হয়ে এ টুর্নামেন্ট খেলার জন্য ভুটানে অবস্থান করছেন এ স্ট্রাইকার। শুধু জামাল না জাতীয় দলের অনেক ফুটবলার আছেন বসুন্ধরার শিবিরে। খেলোয়াড়রা দেশে ফেরার পর এর মধ্যে থেকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করে পূর্ণাঙ্গ দল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আগামী ৩ নভেম্বর দেশে ফিরবে বসুন্ধরা।
অবশ্য তার আগে ১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। সে দিনই জাতীয় দলের ফুটবলাররা ম্যানেজারের কাছে রিপোর্ট করবেন। তবে ম্যানেজারের দায়িত্ব কে পালন করবেন তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতদিন এ দায়িত্ব পালন করত আমের খান। সম্প্রতি সমাপ্ত বাফুফের নির্বাচনে হেরে গেছেন তিনি।
প্রিমিয়ার লিগের জন্য এবারের মৌসুমে কোনো দলই পাননি জামাল ভূঁইয়া। তবে ব্রাদার্স ইউনিয়নের ক্যাম্পে যুক্ত হয়েছেন তিনি। তবে এখনও নিবন্ধন সমস্যা সমাধান হয়নি সাবেক এই অধিনায়কের।
এ নজরে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দীন;
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং, দিদারুল আলম
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।
আরও পড়ুনঃ চট্রগ্রাম টেস্ট: পাঁচশ রানের পথে আফ্রিকা, ফাইফার পূরণ তাইজুলের
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর ২৪/এইচআই