জামাল ভূঁইয়াকে নিয়ে ঘরোয়া ফুটবলাঙ্গনে গুঞ্জন চলছে কিছুদিন ধরেই। তবে আর্জেন্টিনার ক্লাবে যাওয়ার বিষয়ে ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে নিজেই অস্বিকার করেছিলেন সবকিছু।
অবশেষে এবার তিনি নিজেই স্বিকার করে নিয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়ামোর সঙ্গেই কাটাবেন মৌসুমের বাকি সময়।আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে চার দিন অবস্থান করে ক্লাব কর্তাদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেড়েছেন তিনি।
আর্জেন্টিনার ক্লাবটির সঙ্গে চুক্তিতে মাসে ১৫ লাখ টাকা পাবেন তিনি। আপাতত ১৫ মাসের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। তাঁর দাবি শুধু আর্জেন্টিনা নয়, ভারতীয় ক্লাব অ্যাথলেটিকো দ্য কলকাতা থেকেও প্রস্তাব পেয়েছিলেন তিনি।
ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার ক্রিফোস্পোর্টসকে বলেন ‘আর্জেন্টাইনরা ফুটবল-পাগল। আমি চেষ্টা করব আর্জেন্টিনা ক্লাবে যোগ দিতে। কারণ ওরা আমাকে ভালো অর্থের প্রস্তাব দিয়েছে। আমি মনে করি, আর্জেন্টিনা ক্লাবে খেলতে পারাটা হবে বড় পাওয়া। ফিফা র্যাঙ্কিংয়েও এক নম্বর তারা।’
উল্লেখ্য, দশ বছরেরও বেশি সময় ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে পায়ের জাদু দেখিয়ে যাচ্ছেন ৩১ বছর বয়সী জামাল ভূঁইয়া । ২০১৪ সাল থেকে বাংলাদেশে এসে ফুটবল ক্যারিয়ারকে শুরু করেন ডেনমার্কে জন্মানো এ ফুটবলার।
আরও পড়ুনঃ সাকিবের ম্যাচ ও স্পেন-সুইডেন সেমিসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৩/এমএইচ