বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জামাল ভূঁইয়া গতকাল তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেন তিনি চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাবের হয়েই মাঠে নামবেন।
যেখানে তিনি বলেন, আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সময় এসেছে। একই সাথে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদও জানান জামাল।
আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়ামোর হয়ে খেলতে স্বাস্থ্য পরীক্ষাও হয়ে গিয়েছে জামাল ভূঁইয়ার। মাসিক ১৫ লাখ টাকায় ১৫ মাসের জন্য আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলবেন তিনি।
তবে, জামালের সাবেক ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র দাবি করেছে ছুটিতে যাওয়ার আগে গত জুলাইয়ে তাদের সঙ্গে চুক্তি করে গিয়েছেন ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার। জামালের সঙ্গে চুক্তির কাগজটি সংবাদমাধ্যমেও পাঠান শেখ রাসেল কর্তারা।
তবে, চুক্তিপত্র ভিত্তিহীন উল্ল্যেখ করে জামাল ভূঁইয়া জানান, চুক্তির কাগজে নিজের বাবা, মা এবং মোবাইল নাম্বার ভুল লেখা হয়েছে। তাঁর দাবি, এ চুক্তির কোনো ভিত্তি নেই, এটা বাফুফের কাগজে চুক্তি নয়।
কিন্তু আর্জেন্টিনার ক্লাবে জামালকে খেলতে হলে নাকি তাঁর আগের ক্লাব শেখ রাসেলের অনুমতি লাগবে। ক্লাব কর্তারা এমনটা দাবি করলেও তার কোনো ভিত্তি নেই বলে জানান ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।
আরও পড়ুনঃ দেখে নিন নারী ফুটবলারদের নতুন বেতন
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৩/এমএইচ