Connect with us
ফুটবল

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে চান জামাল

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। ছবি- বাফুফে

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের খেলায় গেল বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সেবার ৭-০ ব্যবধানে পরাজিত হয় হ্যাভিয়ের ক্যাবরেরার দল। এবার ঘরের মাঠে হোম ভেন্যুতে আজ সকারুজদের বিপক্ষে কিংস এরেনায় খেলতে নামবে জামাল ভূঁইয়ার দল।

আজ বৃহস্পতিবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। বিকেল পৌনে ৫টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের গত চার ম্যাচে মাত্র একটিতে ড্র করেছিল জামাল ভূঁইয়ার দল, তাও কিংস এরেনায়। তাই আরও একবার ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ নিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে চায় বাংলাদেশ।

নিজেদের ঘরের মাঠ, আবহাওয়া ও দর্শক জামাল ভূঁইয়াদের শক্তির জায়গা। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে একটু বাড়তি পারফরম্যান্স দেখাতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল, ‘এটাই আমাদের শেষ হোম ম্যাচ। অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল, আমরা হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কিছু একটা করতে চাই।’

এদিকে নিজেদের শেষ ৪ ম্যাচে বাংলাদেশ ১৪টি গোল হজম করেছে। বিষয়টি নিয়ে চিন্তায় আছে লাল-সবুজ প্রতিনিধির অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আসলে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আমরা নিজেরাও ভাবি শেষ মুহূর্তে কেন গোল হজম করছি, মনসংযোগ না ফিটনেসের ঘাটতি। এটা আমার একার পক্ষে উত্তর দেওয়া কঠিন।’

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘অতি স্বল্প প্রস্তুতি আমাদের, কিন্তু আমরা ইতিবাচক ভালো কিছু করার ব্যাপারে। মেলবোর্নের (অ্যাওয়ে) ম্যাচের তুলনা করলে কাল আমরা উন্নতি করতে চাই। এবার আগেই আমরা এবার গোল হজম করতে চাই না, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কঠিন ম্যাচে নিজেদের সামর্থ্য দেখাতে চাই। ম্যাচটা কঠিন করতে চাই অস্ট্রেলিয়ার জন্য।’

ফুটবলার বিশ্বনাথ ঘোষকে না পাওয়া নিয়ে কিছুটা আক্ষেপ থাকবে এই স্প্যানিশ কোচের। একইসঙ্গে দেখছেন খেলার অংশ হিসেবেও, ‘ইনজুরি–কার্ড এগুলো খেলারই অংশ। এটা তাদের (বিশ্বনাথ ও মজিবুর রহমান জনি) জন্য বড় মিস ঘরের মাঠে অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারছে না। যারা সুযোগ পাবে তাদের জন্য আবার দারুণ সুযোগ।’ এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তারিক কাজী ও শেখ মোরসালিন।

ম্যাচের আগে অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আরনল্ড কিংস অ্যারেনার পরিবেশ ও অনুশীলন ব্যবস্থা নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করলেন, ‘এখানকার পরিবেশ ও স্টেডিয়াম দেখে ভালোই লাগল, বেশ সুন্দর পরিবেশ।’ এছাড়া ফুটবলারদের বিশাল দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা থাকায় কন্ডিশনকে কোন প্রকার অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তিনি।

আরও পড়ুন: হামজার লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নে অগ্রগতি

ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল