অনেক আলোচনা-সমালোচনা শেষে অবশেষে বাফুফে থেকে আর্জেন্টিনার ক্লাবে খেলার ছাড়পত্র পেয়েছেন জামাল ভুঁইয়া। দেড় মৌসুমের জন্য দলে যোগ দেয়া জামাল জানিয়েছেন তাঁর অভিষেকের সময়।
আর্জেন্টিনায় পাড়ি জমানোর আগে দেশীয় ক্লাব শেখ রাসেলের সাথে দলবদল নিয়ে কিছু ধোয়াশা সৃষ্টি হলেও ডেনমার্ক প্রবাসী এ ফুটবলারের পারফরম্যান্স এবং নিজেদের ইতিহাস আর ঐতিহ্যের কথা চিন্তা করে ক্লাবটি অন্য কোনো কিছু করার চিন্তা থেকে সরে আসে।
অবশেষে গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (বাফুফে) শেখ রাসেল ক্লাব কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে জামাল ভূইয়াকে আর্জেন্টিনা ক্লাবে খেলার ছাড়পত্র দিয়েছে ।
আজ সোল দা মায়োর জার্সিতে প্রথম ম্যাচ খেলার কথা ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারের। সামাজিম মাধ্যমে এক ভিডিওতে জামাল জানিয়েছেন তাঁর খেলা কিভাবে দেখবে তাঁর সমর্থকরা। ভিডিওতে তিনি বলেন, তাঁর ব্যক্তিগত ফেসবুক ও ক্লাবের পেইজে তিনি খেলার লিংক শেয়ার করবেন।
জামালই দেশের একমাত্র ফুটবলার যিনি আর্জেন্টিনার কোনো ক্লাবের খেলতে যাচ্ছেন। ডেনমার্কে জন্ম নেওয়া জামাল নাড়ির টানে বেছে নেন লাল সবুজের প্রতিনিধিত্ব করতে এসেছিলেন। একসময় ডেনিস লিগেও খেলেছেন তিনি।
এরপর বাংলাদেশে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং ঘুরে জামাল গত বছর যোগ দেন শেখ রাসেলে। এর মাঝে তিনি ভারতের ঐতিহ্যবাহী দল কলকাতা মোহামেডানেও খেলেন।
আজ রাত ৮ টায় শুরুর একাদশেই মাঠে দেখা যেতে পারে জামালকে। ক্লাবটিতে জামালের প্রথম ম্যাচ হওয়ায় আর্জেন্টিনায় প্রবাসী বাংলাদেশিদের জন্যও গ্যালারিতে প্রবেশাধিকার ফ্রী করে দিয়েছে জামালের নতুন ক্লাব সোল দ্যা মায়ো।
আরও পড়ুন : মেজর লিগ সকারে অভিষেকেই গোল মেসির
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৩/এমএইচ