নারীদের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে এশিয়ার দেশ জাপান। গ্রুপ সি থেকে টানা তিন ম্যাচে তিন জয়ে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ড নিশ্চিত করেছে হিনাতা মিয়াজাওয়ারা। শক্তিশালী স্পেনকে শেষ ম্যাচে ৪-০ গোলে ভাসিয়ে দিয়েছে জাপান।
সোমবার (৩১ জুলাই) ওয়েলিংটনের রিজিয়নাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল স্পেন-জাপান নারী দল। দুদলের সামনেই শেষ ষোলোতে আটকানোর কোনো বাধা ছিল না। তবে সেরা হওয়ার সমীকরণ ছিল। সেই সমীকরণে জিতেছে জাপান।
ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় জাপান। পরের অর্ধে আরও একটি গোল করে হালি পূরণ করে তারা। এই জয়ের পথে ১২ মিনিটে গোলের যাত্রা শুরু করেন হিনাতা মিয়াজাওয়া। পরে ৪০ মিনিটে তিনি আরও একটি গোল করেন। এর মাঝে রিকো উয়েকি ২৯ মিনিটে জাল খুঁজে পান। আর মিনা তানাকা ৮২ মিনিটে ষোলোকলা পূর্ণ করেন।
এর আগে সি গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল জাপান। আর স্পেন কোস্টারকিকে ৩-০ ও জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল স্পেন। কোস্টারিকাকে ৩-১ গোলে হারিয়ে আসর শেষ করছে জাম্বিয়া।
আরও পড়ুন: বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মরক্কোর নারী ফুটবলার বেনজিনা
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৩/এজে