শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা ছিলেন সনাৎ জয়সুরিয়া। অনেক আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ‘মাতারা হারিকেন’ খ্যাত এই ক্রিকেটার। নিজে খেলা ছাড়লেও সব সময় ক্রিকেটের সাথেই ছিলেন তিনি। লঙ্কান দলের প্রধান নির্বাচকের ভূমিকায় দুই মেয়াদে কাজ করেছেন তিনি। এবার নতুন দায়িত্ব নিয়ে লঙ্কানদের মাঝে ফিরেছেন তিনি।
আজ এক সংবাদ সম্মেলন করে দেশটির বোর্ড জানিয়েছ্, আগামী একবছর জয়সুরিয়া শ্রীলঙ্কান ক্রিকেটের পরামর্শকের ভূমিকায় থাকবেন। একই সাথে জাতীয় কার্যক্রমগুলো যেন ল পেশাদারিত্ব অর্জন করতে পারে, জয়াসুরিয়া এবার সে দায়িত্ব পালন করবেন।
এর পাশাপাশি সব খেলোয়াড় ও কোচ পর্যবেক্ষণের দায়িত্বও পালন করবেন জয়সুরিয়া। এমনকি হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট সব অনুশীলন ও কোচিংয়ের চাহিদা দেখভাল করবেন তিনি। পাশাপাশি জাতীয় পর্যায়ে বিশেষ স্কিল প্রোগ্রামও পরিচালনা করবেন জয়সুরিয়া।
শ্রীলঙ্কার ক্রিকেটে সম্প্রতি বেশ বাজে সময় যাচ্ছে। বিশ্বকাপে বাজে পারফর্ম করায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি তাদের। আবার রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছে দলটি।
এতো সবকিছুর মাঝেই নিজেদের সংস্কার কাজ করছে দেশটির বোর্ড। গত দুই দিনের মধ্যে জয়াসুরিয়ার নিয়োগ অন্যান্য বড় নিয়োগ। গতকাল নতুন নির্বাচক কমিটি ঘোষণা করে এসএলসি। সাবেক ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে চেয়ারম্যান করে গঠিত এ কমিটিতে আছেন অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা।
আরও পড়ুন: জমজমাট ম্যাচে জয় দিয়ে নিউজিল্যান্ডে প্রস্তুতি সারলো বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৩/এমএ