Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্ন দেখছেন জেসি

সাথিরা জাকির জেসি। ছবি- ফেসবুক

খুব অল্প সময়েই নিজের আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ারে বেশ অগ্রগতি দেখিয়েছেন সাথিরা জাকির জেসি। সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপেও দারুন ভাবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। ফলে সুযোগ পেয়েছিলেন এশিয়া কাপের ফাইনাল ম্যাচে। এবার ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে নিজের দক্ষতা সবার সামনে তুলে ধরতে চান জেসি।

এশিয়া কাপে নিজের সকল মিশন শেষে দেশে ফিরেছেন এই নারী আম্পায়ার। গতকাল মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায় তাকে। যেখানে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যম কর্মীদের। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এশিয়া কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার ইচ্ছার কথা প্রকাশ করেন জেসি।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সম্প্রতি এশিয়া কাপে আম্পায়ারদের মধ্যে ভালো পারফরম্যান্স করার পর এবার ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপেও দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্নে জেসি বলেন, ‘আমি আশাবাদী, তেমন স্বপ্নই দেখছি। বিসিবিও আশা করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছি, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তবে সুযোগ আছে। বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সেই স্বপ্নটা সবাই দেখে।’

এশিয়া কাপে তার ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে এই নারী আম্পায়ার বলেন, ‘যতটুকু আশা করে গিয়েছি, তার চেয়েও ভালো হয়েছে। এশিয়া কাপের শুরুতেই ভারত-পাকিস্তানের ম্যাচ সামলেছি। ম্যাচটাও খুব ভালো হয়েছে। প্রথম ইম্প্রেশনটা বেশ ভালো হওয়ায় সেটাই হয়তো এশিয়া কাপের ফাইনাল ম্যাচটা পেতে এগিয়ে রেখেছিল।’

তবে জেসি মনে করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ম্যাচ বেশি চাপের হয়ে থাকে নারী এশিয়া কাপের ফাইনাল ম্যাচের তুলনায়, ‘আমার মনে হয় ভারত-পাকিস্তান বা এশিয়া কাপের ফাইনাল ম্যাচের তুলনায় আমাদের ডিপিএলেই বেশি চাপের ম্যাচ থাকে। আমি এমনটা চিন্তা করেই সেখানে গিয়েছি। আর সে কারণেই আমি ওই ম্যাচগুলোতে চাপ অনুভব না করে উপভোগ করেছি।’

আরও পড়ুন: বাংলাদেশি চার ফুটবলার পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ

ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট