Connect with us
ফুটবল

ব্রাজিলের কোচ হচ্ছেন জেসুস? নেইমারের সঙ্গে সম্পর্ক কি বাধা হবে?

Jorge Jesus' and neymar
জর্জ জেসুস ও নেইমার। ছবি- সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচের সন্ধানে রয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (সিবিএফ)। আলোচনায় এগিয়ে আছেন আল হিলালের পর্তুগিজ কোচ জর্জ জেসুস, যিনি ইতোমধ্যেই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সিবিএফ থেকে এখনো তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ইউওএল’-এর রিপোর্ট অনুযায়ী, জেসুসকে নিয়ে ভাবছে সিবিএফ। তবে তার বড় একটি বাধা হতে পারে নেইমারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। সৌদি লিগে নেইমারের ইনজুরির সময় জেসুসের একটি মন্তব্য বিতর্ক তৈরি করেছিল, যেখানে তিনি বলেছিলেন, নেইমার এখন সৌদি লিগের মানের ফুটবলার নন। এরপর থেকেই দু’জনের মধ্যে দূরত্ব বেড়েছে।

এদিকে, ব্রাজিল ফুটবলের টালমাটাল অবস্থার মধ্যেই কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সিবিএফ। কার্লো আনচেলত্তি ছিলেন তাদের প্রথম পছন্দ, কিন্তু তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করতে চান। ফলে বিকল্প হিসেবে জেসুসের নাম উঠে এসেছে আলোচনায়।


আরও পড়ুন

» হামজা ও জামাল ভূঁইয়ার ঈদের শুভেচ্ছা

» ক্রীড়াবিদদের ঈদ উদযাপন : তারকারা কেমন কাটাচ্ছেন উৎসব

» ১২৩ ম্যাচে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন রশিদ খান


নেইমারের সঙ্গে সম্পর্কের বিষয়টি কোচ নির্বাচনে প্রভাব ফেলবে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে জেসুস নিজে বিষয়টিকে বড় কিছু মনে করছেন না। তিনি বলেছেন, নেইমারের সঙ্গে আমার কোনো সমস্যা নেই।

ব্রাজিল ফুটবলের ইতিহাস বলছে, টালমাটাল পরিস্থিতিতে কোচ বদল তাদের জন্য নতুন কিছু নয়। ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপের আগে এমন সংকট দেখা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছিল দল। এখন দেখার বিষয়, ব্রাজিল ফুটবলের এই সংকটময় মুহূর্তে জেসুসই কি হতে যাচ্ছেন সেই সঠিক সিদ্ধান্ত?

ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল