সদ্য সমাপ্ত ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরে ব্যাট হাতে নজর বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন জিসান আলম। ব্যাট হাতে ঝড় তুলতে বেশ পারদর্শী ২০২৩ যুব এশিয়া কাপজয়ী এই তরুণ। মারকুটে ব্যাটিংয়ের কারণে এবারের বিপিএলের স্পটলাইটে থাকবেন এই এই ২০ বছর বয়সী ব্যাটার।
২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে মাঠ মাতাবেন জিসান। তবে এর মধ্যেও ছিল এক নাটকীয়তা। বিপিএল ড্রাফটের আগে তাকে সরাসরি চুক্তিতে দলে নিয়েও ড্রাফট শুরুর আগে তাকে ড্রাফটে পাঠায় রাজশাহী। তবে পরবর্তীতে পুনরায় তাকে দলে ভেড়ায় উত্তরবঙ্গের এই ফ্রাঞ্চাইজিটি।
তবে জিসানকে দলে নিয়ে হয়ত ভুল করেনি রাজশাহী। ইতোমধ্যে নিজের মারকুটে ব্যাটিংয়ের ঝলক দেখিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ব্যাটার। সিলেট বিভাগের জার্সিতে ৭ ম্যাচে ৪০.১৪ গড় ও ১৫৮.৭৬ স্ট্রাইক রেটে ২৮১ রান করেছেন তিনি। যেখানে ১টি শতকের পাশাপাশি ২টি অর্ধশতক রয়েছে।
আরও পড়ুন:
» দুই বছর পর টেস্টে অর্ধশতকের দেখা পেলেন বাবর
» তামিমের কল পেয়েই বিপিএলে শাহীন আফ্রিদি
এনসিএলে তোলা ঝড় বিপিএলেও দেখাতে চান জিসান। বিপিএলকে সামনে রেখে শনিবার মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএলে নিজের লক্ষ্যের কথা জানান এই ২০ বছর বয়সী ব্যাটার।
জিসান বলেন, ‘বিপিএলে ভালো কিছু করতে চাই। এনসিএলটা খুব ভালো গেছে। চেষ্টা করব বিপিএলেও যেন ভালো করতে পারি। এটা অনেক বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। চাপ না নিয়ে মনোযোগী থাকার চেষ্টা করব। ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করব।’
টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের প্রধান আকর্ষণ চার-ছক্কা। তবে ছক্কা মারার জন্য আলাদাভাবে আলোচিত জিসান। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ২২টি ছক্কা এসেছে তার ব্যাট থেকেই। আর ছক্কাগুলোও ছিল বেশ বড় বড়। এমন ছক্কা মারার রহস্যও জানিয়েছেন এই তরুণ।
জিসান বলেন, ‘আসলে তেমন কোনো রহস্য নেই না। আমি ছোটবেলা থেকে সহজাত ক্রিকেট খেলে আসছি। ছোটবেলায় বাবা আমাকে সেন্টার উইকেটে ব্যাটিং করাতেন। আর এ কারণেই সহজাতভাবেই ছক্কা মারতে পারি। অনেকে ওটাকেই বড় বড় ছক্কা মনে করে।’
এনসিএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচ জনের মধ্যে দুই নম্বরে ছিলেন জিসান। এবার বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সেরা পাঁচে থাকতে চান এই মারকুটে ব্যাটার, ‘এ ধরনের টুর্নামেন্টে সবারই আলাদা আলাদা একটা লক্ষ্য থাকে। আমারও লক্ষ্য আছে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের মধ্যে থাকা।’
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১১তম আসরের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে যাত্রা শুরু করবে জিসানদের দুর্বার রাজশাহী।
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৪/বিটি