Connect with us
ক্রিকেট

আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন জোফ্রা আর্চার

Jofra Archer
আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন জোফ্রা আর্চার। ছবি- সংগৃহীত

আগামী বছরের মার্চে শুরু হতে যাচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৭ তম আসর। ফ্রাঞ্চাইজি লিগের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে বিশ্বের অনেক বড় বড় ক্রিকেটাররা অংশ নেয়। তবে আইপিএলের এবারের আসরের জন্য নিবন্ধন করেননি ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা পেসার জোফ্রা আর্চার।

আইপিএলের গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন জোফ্রা আর্চার। তবে চোটের কারণে গত আসরে বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি তিনি। আসন্ন আসরে তাকে ছেড়ে দিয়েছে মুম্বাই। তাই এবারের আসরের নিলামে নতুন করে নাম দেননি এই পেসার।

ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আর্চারকে পুরোপুরিভাবে প্রস্তুত করতে চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি মনে করে আর্চার আইপিএল ফ্রাঞ্চাইজির না হয়ে ইংল্যান্ডের তত্ত্বাবধানে থাকলে সহজে প্রত্যাবর্তন করতে পারবে। তাই বোর্ডের নির্দেশনা অনুযায়ী আসন্ন আইপিএলের নিলামে নাম দেননি আর্চার।

আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে ২০২৪ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামে রেজিস্টার করেছে ১১৬৬ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতের রয়েছে ৮৩০ জন এবং ৩৩৬ জন বিদেশী ক্রিকেটার।

 

আরও পড়ুন: সিঙ্গাপুরকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/০৪ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট