Connect with us
ফুটবল

ব্রাজিলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন হোসে মরিনহো

Jose Mourinho
হোসে মরিনহো। ছবি- সংগৃহীত

গত কয়েক বিশ্বকাপ ধরে সোনালী ট্রফি জয়ের স্বপ্নটা অধরা রয়ে গেছে ফুটবলের সবচেয়ে সফলতম দেশ ব্রাজিলের। এর মধ্যে সবশেষ কাতার বিশ্বকাপেই ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ফের স্বপ্ন ভঙ্গ হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এরপরই দায়িত্ব ছেড়ে দেন তাদের তৎকালীন কোচ তিতে। পরে ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

তবে ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ না হওয়ার আগ পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। ফলে ফার্নান্দো দিনিজকে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে সিবিএফ। যদিও অনেক গণমাধ্যমেরই দাবি সিবিএফের সাথে ইতোমধ্যে চুক্তি করে ফেলেছে আনচেলত্তি। ২০২৪ সালে রিয়ালের সাথে চুক্তি শেষ হলেই তিনি ব্রাজিল কোচের দায়িত্ব গ্রহণ করবেন।

তবে ‘গোলডটকম’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন পর্তুগীজ মাস্টারমাইন্ড হোসে মরিনহো। তার বর্তমান ক্লাব রোমার সাথে চুক্তি শেষেই তিনি ব্রাজিলের কোচ হওয়ার কথা জানিয়েছেন।

সম্প্রতি ইতালিয়ান এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ‘দ্যা স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো আনচেলত্তিকে নিয়ে বলেন, ‘‘আনচেলত্তির উচিত রিয়ালের সাথে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে নেয়া।’ মরিনহোর মতে রিয়ালকে পরিচালনা করার যোগ্য কোচ কার্লো আনচেলত্তি। যারা রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দেবেন তারা মানসিক ভারসাম্যহীন বলেও মন্তব্য করেন তিনি।

কিছু দিন আগে সৌদি প্রো লিগের এক ক্লাবে কোচ হওয়ার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন মরিনহো। কিন্তু রেমার সাথে চুক্তি থাকায় সে প্রস্তাব তিনি গ্রহণ করেননি। এর আগে পোর্তো, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যান ইউনাইটেড, চেলসি এবং টটেনহামের মত ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ব্রাজিলের কোচ হওয়ার ব্যাপারেই এখন সব মনোযোগ তার। সিবিএফ যদি আনচেলত্তিকে কোচ হিসেবে শেষ পর্যন্ত আনতে না পারে তাহলে সিবিএফ অন্য কোচদের দিকেই আগাবে। মরিনহোও নিজের আগ্রহের কথা সে জন্য হয়তো আগে থেকেই জানিয়ে রাখলেন।

আরও পড়ুন: একই ম্যাচে সিকান্দার রাজা গড়লেন অর্ধশতক ও হ্যাটট্রিকের রেকর্ড

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল